শাম্মী আহম্মেদ
শাম্মী আহম্মেদ

বরিশাল-৪: প্রার্থিতা ফিরে পেতে শাম্মীর করা রিট সরাসরি খারিজ

বরিশাল-৪ আসনে প্রার্থিতা ফিরে পেতে আওয়ামী লীগ–মনোনীত প্রার্থী শাম্মী আহমেদের করা রিট সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট।

বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এই রিট খারিজ করেন।

বরিশাল-৪ আসনে আওয়ামী লীগ–মনোনীত প্রার্থী ছিলেন শাম্মী।

তবে শাম্মীর দ্বৈত নাগরিকত্ব আছে উল্লেখ করে এ নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেন আসনটির স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য পঙ্কজ নাথ।

রিটার্নিং কর্মকর্তা শাম্মীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেন শাম্মী।

শুনানি শেষে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখে ইসি। এর ফলে শাম্মীর প্রার্থিতা বাতিল হয়ে যায়।

শাম্মী তাঁর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন। আজ হাইকোর্ট শুনানি নিয়ে শাম্মীর করা রিট সরাসরি খারিজ করেন।