প্রথম আলো ডটকমের সহযোগিতায় পবিত্র রমজান মাসজুড়ে প্রচারিত ‘ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি’র তৃতীয় ও শেষ সপ্তাহের পর্বগুলোর কুইজের সঠিক উত্তর দিয়ে পুরস্কার জিতেছেন ১০ জন ভাগ্যবান দর্শক। গতকাল মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারের প্রথম আলো কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে দৈবচয়নের ভিত্তিতে বিজয়ী নির্ধারণ করা হয়। দুই সপ্তাহে ছয়জন বিজয়ীর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়জন পুরস্কার হিসেবে পান যথাক্রমে একটি করে স্মার্টফোন, ইলেকট্রিক ওভেন এবং ইনডাকশন চুলা। বাকি চারজন পান বিশেষ গিফট হ্যাম্পার।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কথাসাহিত্যিক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, অভিনয়শিল্পী কেয়া পায়েল, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের এসবিইউ হেড (ডেইরি) গালীব বিন মোহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের বিক্রয় বিভাগের মহাব্যবস্থাপক মো. আখতারুল আলম শাহ, সহকারী মহাব্যবস্থাপক (ব্র্যান্ড) মো. মাহবুবুর রহমান, ব্যবস্থাপক (ব্র্যান্ড) ওয়ালিউল হক, সহকারী ব্যবস্থাপক (মিডিয়া) আনিকা তাহসিন এবং প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান, ডিজিটাল মার্কেটিং লিড মেহবুব জাবেদ, সিনিয়র ম্যানেজার রুহুল আমিন রনি, এনেক্স কমিউনিকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আসাদুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর ডিজিটাল কনটেন্ট ম্যানেজার খায়রুল বাবুই।
বিজয়ীদের অভিনন্দন জানিয়ে আনিসুল হক বলেন, ‘যা কিছু ভালো, তার সঙ্গে প্রথম আলো—এটা আমাদের একটি প্রিয় কথা। এ রকম একটি সফল আয়োজনের সঙ্গে সম্পৃক্ত সবার জন্য শুভকামনা। পাঠক-দর্শকদেরও ধন্যবাদ এ আয়োজনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য।’
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের এসবিইউ হেড (ডেইরি) গালীব বিন মোহাম্মদ বলেন, ‘কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। সফলভাবে আয়োজনটি শেষ করার জন্য নেপথ্যে-প্রকাশ্যে যাঁরা সম্পৃক্ত ছিলেন, তাঁদের ধন্যবাদ। সব সময়ের মতো ফ্রেশ ভবিষ্যতেও এমন ভালো কিছু আয়োজন ভোক্তাদের উপহার দেওয়ার চেষ্টা করবে।’
আয়োজনের এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের বিক্রয় বিভাগের মহাব্যবস্থাপক মো. আখতারুল আলম শাহ বলেন, ‘“অবাক খুশির রেসিপি” আয়োজনটিতে যে রকম সাড়া পেয়েছি, এতে আমরা অভিভূত। আশা করছি, ভবিষ্যতেও প্রথম আলো ডটকমের সঙ্গে আমরা এ ধরনের আয়োজনের সম্পৃক্ত থাকব।’
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহকারী মহাব্যবস্থাপক (ব্র্যান্ড) মো. মাহবুবুর রহমান বলেন, ‘আয়োজনটির কল্যাণে গত তিন বছরে দেশের মিল্ক ব্র্যান্ডের মধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফ্রেশ মিল্কের প্রতি ভোক্তাদের সম্পৃক্ততা বেড়েছে। এ জন্য প্রথম আলো ডটকমকে ধন্যবাদ।’
প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান বলেন, ‘রমজানকে সামনে নিয়ে দেশে অনেকগুলো রেসিপির অনুষ্ঠান হয়েছে, যার মধ্যে এ আয়োজন অন্যতম সেরা হিসেবে প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে কুইজে অংশগ্রহণকারীদের সম্পৃক্ততা এ অনুষ্ঠানে অন্য মাত্রা যোগ করেছে। সবাইকে ধন্যবাদ।’
তরুণ জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল বলেন, ‘অনুষ্ঠানটি আমি দেখেছি, খুব সুন্দর একটি আয়োজন ছিল। আর আমার মা এ ধরনের অনুষ্ঠান খুবই পছন্দ করেন। স্কুল-কলেজে পড়াকালে সহশিক্ষা কার্যক্রমে যখন পুরস্কৃত হতাম, তখন খুব আনন্দ হতো। বিজয়ীদের আনন্দটা তাই বুঝতে পারছি। অভিনন্দন আপনাদের।’
তৃতীয় ও শেষ সপ্তাহের প্রথম পুরস্কার স্মার্টফোন জিতেছেন যথাক্রমে ঢাকার মালিশা হোসেন ও আরিফুল ইসলাম সাগর। উচ্ছ্বসিত আরিফুল ইসলাম সাগর বলেন, ‘গত দুবারের আয়োজনেও কুইজে অংশগ্রহণ করেছি, কিন্তু পুরস্কার পাইনি। অবশেষে যখন পুরস্কার পাওয়ার খবর পেয়েছি, এতটা খুশি হয়েছি, ভাষায় প্রকাশ করার মতো নয়। ফ্রেশ ও প্রথম আলো ডটকমকে ধন্যবাদ এমন সুন্দর আয়োজনের জন্য।’
তৃতীয় ও শেষ সপ্তাহের দ্বিতীয় পুরস্কার ইলেকট্রিক ওভেন জিতেছেন যথাক্রমে ঢাকার ইসরাত জাহান ইমু ও নেত্রকোনার সাজ্জাদ হাসান টিটু; তৃতীয় পুরস্কার ইনডাকশন চুলা জিতেছেন যথাক্রমে চট্টগ্রামের এম ইয়াসিন আরাফাত ও বগুড়ার ফারহানা মেঘলা। বিশেষ গিফট হ্যাম্পার বিজয়ী চারজন হলেন সিলেটের রুবায়েত হাসান রাব্বি, ঢাকার সায়রা নিগার, সাতক্ষীরার রাহাত জাহান এবং চট্টগ্রামের মো. খোবাইবুর রহমান।
উল্লেখ্য, ‘ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি’ অনুষ্ঠানটি পবিত্র রমজান মাসের প্রথম দিন থেকে প্রতিদিন বিকেল চারটা থেকে প্রচারিত হয়েছে প্রথম আলো ডটকম, প্রথম আলো ও ফ্রেশ মিল্ক পাউডারের ফেসবুক পেজসহ দেশের প্রথম সারির আটটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অভিনেত্রী ও মডেল মাসুমা রহমান নাবিলা। তাঁর সঙ্গে বিভিন্ন পর্বে অতিথি হিসেবে ছিলেন অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা, তাসনিয়া ফারিণ, তানজিন তিশা, সালহা খানম নাদিয়া, সংগীতশিল্পী প্রীতম হাসান ও চিত্রনায়ক নিরব হোসেন। আয়োজনটিতে সহযোগী এজেন্সি হিসেবে ছিল এনেক্স কমিউনিকেশন।
প্রতি পর্বেই একটি করে রেসিপি দেখানো হয়েছিল, যেগুলো তৈরিতে ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার ব্যবহার করা হয়। অনুষ্ঠানটিতে ভিন্নমাত্রা যোগ করার জন্য প্রতিটি পর্বের শেষে ছিল একটি কুইজ। ৩০ পর্বে ৬২ হাজারের বেশি দর্শক কুইজে অংশ নেন, যেখান থেকে ২০ জনকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়। ডিজিটাল প্ল্যাটফর্মে এক কোটিরও বেশি দর্শক পর্বগুলো উপভোগ করেছেন।