পি কে হালদার
পি কে হালদার

পশ্চিমবঙ্গ

মায়ের শেষকৃত্যে অংশ নিতে জামিন পেলেন পি কে হালদার

মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য ১৪ দিনের প্যারোলে (অন্তর্বর্তী জামিন) মুক্তি পেয়েছেন বাংলাদেশ থেকে বিপুল অর্থ পাচারে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার) এবং অর্থ পাচার মামলার আরেক আসামি, তাঁর ভাই প্রাণেশ হালদার।

গতকাল মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার নগর দায়রা আদালতের বিশেষ ইডি কোর্ট-১–এর বিচারক প্রসন্ন মুখোপাধ্যায়ের এজলাসে এ মামলাটি ওঠে। আদালত দুই ভাইকে ১৪ দিনের প্যারোলে মুক্তি দেয়। তাঁদের মা লীলাবতী সরকার কলকাতার বেসরকারি অ্যাপোলো হাসপাতালে মারা গেছেন। তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

পি কে হালদার ও তাঁর ভাই প্রাণেশ হালদার—দুই ভাই এখন কলকাতারই প্রেসিডেন্সি কারাগারে রয়েছেন।

আইনজীবী বিশ্বজিৎ মান্নার মাধ্যমে মায়ের অন্তেষ্টিক্রিয়ায় যোগ দিতে গত সোমবার ১৫ দিনের অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিলেন পি কে হালদার। জামিনের বিরোধিতা করে চার দিনের প্যারোলের কথা বলেন ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী। গতকাল মঙ্গলবার জামিনের শুনানি হয়।

ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী সাংবাদিকদের বলেন, আদালত জানিয়েছেন, কলকাতা ও বিধাননগর কমিশনারেটের বাইরে অভিযুক্তরা যেতে পারবেন না। তাঁরা কারা কর্তৃপক্ষের নজরদারিতে থাকবেন। ১৪ দিনের প্যারোলের শেষে ১৮ জুন তাঁদের আদালতে আত্মসমর্পণ করতে হবে।

দীর্ঘ রোগভোগের পর গত ২৮ মে কলকাতার একটি বেসরকারি হাসপাতালের মৃত্যু হয় লীলাবতী হালদারের। তাঁর বিরুদ্ধেও বাংলাদেশে দুর্নীতি ও অর্থ পাচারের মামলা রয়েছে।