ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইবতেদায়ি মাদ্রাসাকে লালন করতে না পারলে ইসলামি শিক্ষা অসম্ভব হবে। ইবতেদায়ি শিক্ষকদের প্রশিক্ষণের কোনো প্রতিষ্ঠান নেই, এটি একটি বৈষম্য।
জাতীয় প্রেসক্লাবে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ফোরামের উদ্যোগে ‘বৈষম্যের শিকার স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা: উত্তরণের পথ’ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে উপদেষ্টা এ কথাগুলো বলেন। আজ শনিবার ধর্ম মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
সভায় ফোরামের পক্ষ থেকে সাত দফা দাবি উপস্থাপন করা হয়। এ প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, ইবতেদায়ি শিক্ষকদের দাবি পূরণে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে ডিও লেটার দেবেন।
সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি বলেন, প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হলেও ইবতেদায়ি মাদ্রাসার প্রতি বৈষম্য করা হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শেখ নজরুল ইসলাম মাহবুবের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাছির উদ্দিন খান, জ্যেষ্ঠ সহসভাপতি মাওলানা এ বি এম জাকারিয়া, মহাসচিব আবদুস সবুর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবদুল মুমিন প্রমুখ।