এলএনজি টার্মিনাল
এলএনজি টার্মিনাল

সামিটের পর বাতিল হলো এক্সিলারেটের এলএনজি টার্মিনাল নির্মাণ

আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রূপান্তর করে সরবরাহের জন্য পটুয়াখালীর পায়রায় একটি ভাসমান টার্মিনাল নির্মাণে মার্কিন কোম্পানি এক্সিলারেটের সঙ্গে সই হওয়া টার্মশিট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। সম্প্রতি কক্সবাজারের মহেশখালীতে সামিটের সঙ্গে এ ধরনের একটি চুক্তি বাতিল হয়েছে।

বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) সূত্র বলছে, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইনের অধীন ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল গত আওয়ামী লীগ সরকার। নতুন সরকার বিশেষ বিধান আইনের অধীন কোনো চুক্তি না করার সিদ্ধান্ত নিয়েছে। তাই এক্সিলারেটের সঙ্গে টার্মিনাল নির্মাণে চুক্তি হচ্ছে না। এ চুক্তি করতেই গত বছরের নভেম্বরে টার্মশিট সই করা হয়েছিল।

এক্সিলারেটের সঙ্গে চুক্তি না করার বিষয়টি নিশ্চিত করে আজ বুধবার পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার প্রথম আলোকে বলেন, দুটি ভাসমান ও স্থলভাগের একটি মিলে মোট তিনটি এলএনজি টার্মিনাল নির্মাণে দরপত্র আহ্বান করা হবে। প্রতিযোগিতার মধ্য দিয়ে বাছাই করে চুক্তি করা হবে।

এর আগে চুক্তির শর্ত ভঙ্গের দায়ে ৭ অক্টোবর সামিটের এলএনজি টার্মিনাল বাতিল করা হয়েছে। এটি নির্মাণে সামিটের সঙ্গে চুক্তি হয় গত ৩০ মার্চ। এ সিদ্ধান্ত পুনরায় বিবেচনার জন্য সরকারের কাছে ইতিমধ্যে আপিল করেছে সামিট। আওয়ামী লীগ সরকারের সময়ে নির্মিত সামিট ও এক্সিলারেটের আগের দুটি টার্মিনাল থেকে নিয়মিত এলএনজি সরবরাহ করা হচ্ছে।

পেট্রোবাংলা সূত্র বলছে, এক্সিলারেটের প্রতিনিধিদলের সদস্যরা আজ পেট্রোবাংলা চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন। তাঁরা এলএনজি টার্মিনাল নির্মাণ, এলএনজি সরবরাহ নিয়ে আলোচনা করেন। দরপত্রে অংশ নিতে তাঁদের আহ্বান জানানো হয়েছে। এদিকে খোলাবাজার থেকে এলএনজি সরবরাহে দরপ্রস্তাব দিয়েও কাজ না পাওয়ার বিষয়ে জানতে চেয়েছিল এক্সিলারেট। দরপত্রে তিনটি দরপ্রস্তাব না পাওয়ায় তা বাতিল করতে হয়েছে বলে এক্সিলারেটকে জানানো হয়। পরবর্তী দরপত্রে অংশ নিতে তাঁদের আহ্বান জানানো হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক্সিলারেট এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন কোবোসের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস। ১ অক্টোবর এক্সিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক উপদেষ্টা পদে যোগ দেন পিটার হাস।