গ্যাস সরবরাহ আজ যে এলাকায় বন্ধ থাকবে

গ্যাস
ফাইল ছবি: এএফপি

পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ বৃহস্পতিবার নরসিংদীর কিছু এলাকায় ৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাধবদী পৌরসভা, বিরামপুর কালীবাড়ি, নুরালাপুর ইউনিয়নসহ আশপাশের এলাকায় গ্যাস-সংযোগ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সময়ে আশপাশের এলাকায়ও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।