ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত

অতিরিক্ত পুলিশ সুপার শাহেন শাহর তিন দিন রিমান্ড

রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার অতিরিক্ত পুলিশ সুপার শাহেন শাহকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট শাহীন রেজা আজ সোমবার এ আদেশ দেন।

এর আগে আজ অতিরিক্ত পুলিশ সুপার শাহেন শাহকে আদালতে হাজির করে পুলিশ। পরে তাঁকে তেজগাঁও থানায় দায়ের করা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রমিজ উদ্দিনকে (২১) গুলি করে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।

পুলিশের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, শিক্ষার্থী রমিজ উদ্দিন হত্যা মামলায় শাহেন শাহর জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। মামলার ঘটনা রহস্য উদ্‌ঘাটনের জন্য তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত শাহেন শাহকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় শাহেন শাহকে গ্রেপ্তারের তথ্য জানায় পুলিশ। উল্লেখ্য, গত ৪ আগস্ট রাজধানীর তেজগাঁও থানার কারওয়ান বাজার এলাকায় গুলিতে নিহত হন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী রমিজ উদ্দিন।