নিয়োগের এক দিন পরই খাদ্যসচিব ইলাহী দাদ খানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান আজ মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সন্ধ্যায় বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, গতকাল সোমবার খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেনকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়। একই দিন বিসিএস খাদ্য ক্যাডারের কর্মকর্তা ইলাহী দাদ খানকে চুক্তি ভিত্তিতে খাদ্যসচিব পদে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। এখন কী কারণে তাঁর এই নিয়োগ বাতিল করা হয়েছে, তা সুনির্দিষ্টভাবে জানায়নি জনপ্রশাসন মন্ত্রণালয়।
২০১৫ সালে গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, খাদ্য পরিদর্শক পদে ৪৪ জনকে নিয়োগে দুর্নীতির অভিযোগে ওই বছর মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ১ জন যুগ্ম সচিব, ২ জন উপসচিব, খাদ্য অধিদপ্তরের ১ জন পরিচালকসহ মোট ৫৩ জনকে আসামি করা হয়েছিল। এজাহারভুক্ত আসামিদের মধ্যে খাদ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ও বিভাগীয় নির্বাচন কমিটির সভাপতি ইলাহী দাদ খানও ছিলেন। প্রকৃত মেধাবীদের বঞ্চিত করে অনিয়মের মাধ্যমে অযোগ্যদের নিয়োগ দেওয়ার অভিযোগ আনা হয়েছিল তাঁদের বিরুদ্ধে।
এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ এবং চারজন অতিরিক্ত সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।