ফেনীর সোনাগাজীতে ছুরিকাঘাতে আহত মাদ্রাসা ছাত্র মো.নোমান। গতকাল রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে
ফেনীর সোনাগাজীতে ছুরিকাঘাতে আহত মাদ্রাসা ছাত্র মো.নোমান। গতকাল রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মাদ্রাসাছাত্রকে ছুরিকাঘাত

ফেনীর সোনাগাজী উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এক মাদ্রাসাছাত্রকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। ওই ছাত্রের নাম মো. নোমান (১৭)। গতকাল বুধবার রাতে উপজেলার চর দরবেশ ইউনিয়নের পশ্চিম চর দরবেশ গ্রামের ইতালি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় অভিযুক্ত পিয়াস নামের যুবক পলাতক রয়েছেন।

নোমান পশ্চিম চর দরবেশ গ্রামের প্রবাসী সিরাজুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করে। পুলিশ ও নোমানের বড় ভাই মো. আরমানের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিকেলে ইতালি মার্কেট এলাকার মাঠে ১৫ থেকে ২০ জন মিলে ক্রিকেট খেলছিল।

খেলার সময় তুচ্ছ বিষয় নিয়ে নোমানের সঙ্গে পিয়াস নামের একজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে পিয়াস তাঁর কোমর থেকে একটি ছোরা বের করে নোমানকে আঘাত করার চেষ্টা করেন। এ সময় নোমান দৌড়ে বাড়িতে চলে যায়। পরে পিয়াস বাড়ির সামনে গিয়ে তাকে দেখে নেওয়ার হুমকি দেন। সন্ধ্যার পর নোমান বাড়ি থেকে বের হয়ে ইতালি মার্কেটে যায়।

সেখানে পিয়াস কয়েকজন সহযোগীকে নিয়ে নোমানের গতি রোধ করে পেটের ভেতর ছুরি ঢুকিয়ে তাকে হত্যার চেষ্টা করেন। এ সময় নোমান মাটিতে লুটিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ঘটনার পর থেকে পিয়াস পলাতক।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. সাদেকুল করিম প্রথম আলোকে বলেন, গতকাল রাতে গুরুতর আহত অবস্থায় নোমান নামের একজনকে হাসপাতালে আনা হয়। ধারালো অস্ত্রের আঘাতে তার পেটের নাড়িভুঁড়ি বের হওয়া ছিল। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুদ্বীপ রায় বলেন, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোমান নামের একজনকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পলাতক পিয়াসকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।