অন্তর্বর্তী কমিটি গঠন কেন অবৈধ নয়, জানতে চেয়ে হাইকোর্টের রুল

চট্টগ্রাম প্রেসক্লাবের নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ভেঙে দেওয়া এবং জেলা প্রশাসনের নেতৃত্বে অন্তর্বর্তী কমিটি গঠন কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। আগামী ৫ ডিসেম্বর রুলের চূড়ান্ত নিষ্পত্তির জন্য চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানমসহ তথ্য মন্ত্রণালয়ের অধীন অপর দুই কর্মকর্তাকে রুলের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

শুনানি শেষে চট্টগ্রাম প্রেসক্লাবের পক্ষের আইনজীবী বদরুদ্দোজা বলেন, চট্টগ্রাম প্রেসক্লাবের নির্বাচন হয় দুই বছর মেয়াদি। সে মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হবে। তার আগেই সম্প্রতি এ কমিটি অবৈধ এবং অন্যায়ভাবে ভেঙে দেওয়া হয়। জেলা প্রশাসকের কোনো এখতিয়ার নেই কমিটি ভাঙার। এক সপ্তাহের রুল দিয়ে আগামী ৫ ডিসেম্বর শুনানির জন্য ধার্য করেছেন আদালত।

এর আগে ৩ নভেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসক চট্টগ্রাম প্রেসক্লাবের নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ভেঙে দেওয়ার আদেশ জারি করেন। ১৩ নভেম্বর জেলা প্রশাসককে আহ্বায়ক করে চার সদস্যের একটি অন্তর্বর্তী কমিটি গঠনের বিজ্ঞপ্তি জারি করা হয়। পরে ক্লাবের পক্ষ থেকে ব্যবস্থাপনা কমিটির সভাপতি সালাহউদ্দিন মো. রেজা হাইকোর্টে রিট করেন।

গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর একদল লোক চট্টগ্রাম প্রেসক্লাবে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় ক্লাবের কয়েকজন সদস্য মারধরের শিকারও হন। পরবর্তী সময়ে ক্লাবে অচলাবস্থার সৃষ্টি হয়।