মহিউদ্দিন আহমেদ
মহিউদ্দিন আহমেদ

সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

বাংলাদেশ সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও ঢাকা মহানগর আওয়ামী লীগের (দক্ষিণ) যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ ও তাঁর স্ত্রী নূরজাহান বেগমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়। দুদক বলছে, তাঁদের প্রায় চার কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে।

রাজধানীর সেগুনবাগিচা এলাকায় দুদকের প্রধান কার্যালয়ে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন। তিনি সাংবাদিকদের বলেন, মহিউদ্দিনের বিরুদ্ধে ২ কোটি ৭০ লাখ ৬৩ হাজার ৯৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া গেছে। তাঁর স্ত্রী নূরজাহানের ১ কোটি ১৯ লাখ ৬৪ হাজার ৮০২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে। তাঁরা সম্পদের তথ্য গোপন করেছেন।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে আক্তার হোসেন বলেন, তদন্তে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের সঙ্গে সমবায় ব্যাংকের সোনা চুরির কোনো সংশ্লিষ্টতা পাওয়া গেলে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন সমবায় ব্যাংকের চেয়ারম্যান থাকা অবস্থায় ব্যাংকটি থেকে সোনা জমা বা বন্ধক রেখে ঋণ নিয়েছিলেন সাধারণ গ্রাহকেরা। গ্রাহকদের সেই সম্পদ ভুয়া মালিক সাজিয়ে বিক্রি করে দিয়েছেন তিনি। নথিপত্র বলছে, ২০২০ সালে মহিউদ্দিন আহমেদ মোট ৭ হাজার ৩৯৮ ভরি সোনা বিক্রি করে দেন, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১০০ কোটি টাকা। ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যাংকটির ২ হাজার ৩১৬ জন গ্রাহক।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মহিউদ্দিন আহমেদ আত্মগোপনে চলে গেছেন।