বিএনপির নেতাদের জামিন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা হয় না। আজ বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টের মূল ভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। এর আগে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন আইনমন্ত্রী।
অনেকে বলেছেন যে সরকারের চাপে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের জামিন হচ্ছে না—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘প্রথম কথা বলি, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা হয় না। এর থেকে বেশি কিছু বলব না। তার কারণ হচ্ছে, এখন কিন্তু সবগুলো মামলাই সাবজুডিশ (বিচারাধীন)। জানেন, সাবজুডিশ মামলায় কোনো কথা বলি না।’
প্রধান বিচারপতির সঙ্গে কী নিয়ে কথা হলো জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘ওনার (প্রধান বিচারপতি) সঙ্গে আমার সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল। সুপ্রিম কোর্ট ছুটিতে চলে যাবেন ডিসেম্বর মাসের ১৫ তারিখ, তখন আমরা নির্বাচনে চলে যাব। সে জন্যই সাক্ষাৎ।’