পিটিয়ে হত্যার ঘটনায় দোষীদের বিচার দাবি ব্লাস্টের

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেন নামের এক যুবক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমেদকে পিটিয়ে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানিয়েছে তারা।

আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় ব্লাস্ট।

পিটিয়ে হত্যা শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে ব্লাস্ট বলেছে, গণপিটুনির ঘটনা তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। পিটিয়ে হত্যার মতো ঘটনা মানবাধিকার ও মৌলিক অধিকারের পরিপন্থী। কোনো নাগরিকের প্রতি এ ধরনের আচরণ সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।

গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেনকে চোর সন্দেহে পেটানো হয়। গুরুতর আহত অবস্থায় রাত ১২টার পর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এদিনই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটুনিতে নিহত হন শামীম আহমেদ নামের বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।