রাতের মধ্যে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে

নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে
ছবি: আবহাওয়া অধিদপ্তরের সৌজন্যে

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি আজ রাতের মধ্যে ঘুর্ণিঝড় ‘হামুন’–এ পরিণত হতে পারে। এরই মধ্যে এর চারপাশে থাকা মেঘমালার একটি অংশ বাংলাদেশে প্রবেশ করেছে। এর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে বৃষ্টি। রাজধানীতে আজ সোমবার বেলা তিনটা পর্যন্ত ৫২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দেশের উপকূলীয় এলাকায়ও বৃষ্টি শুরু হয়েছে। আজ রাতের মধ্যে সারা দেশে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে গভীর নিম্নচাপের প্রভাবে এরই মধ্যে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। দেশের তিনটি সমুদ্র বন্দর ও উপকূলকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত নৌযানগুলোকে সাবধানে এবং নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদেরকে সাগরে যেতে নিষেধ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গভীর নিম্নচাপটির কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬০ কিলোমিটার। এটি ঘন্টায় আট থেকে ১২ কিলোমিটার গতিতে বাংলাদেশের চট্টগ্রাম ও বরিশাল উপকূলের দিকে এগোচ্ছে। আগামী ২৫ অক্টোবরের মধ্যে তা বাংলাদেশ উপকূলের কাছাকাছি চলে আসতে পারে। তবে সেটি বর্তমান অবস্থার চেয়ে দ্রুত বা ধীর গতিতে এগোলে এর আঘাতের সময়কাল পরিবর্তন হতে পারে। এটি দুর্বল বা শক্তিশালী হয়ে আঘাত করবে কি না তা এখনো নিশ্চিত করা যাচ্ছে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। কারণ আগামী ২৪ ঘন্টায় এর গতিপ্রকৃতি এবং কী পরিমানে শক্তি অর্জন করবে, তার ওপরে বিষয়টি নির্ভর করছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক প্রথম আলোকে বলেন, নিম্নচাপটি আজ রাতের মধ্যে ঘূর্ণিঝড় রূপ নিতে পারে। এখন পর্যন্ত এর গতিমুখ বরিশাল–চট্টগ্রাম উপকূলের দিকে। বঙ্গোপসাগরের পরবর্তী আবহাওয়া পরিস্থিতির ওপরে এর গতিপ্রকৃতি নির্ভর করছে।  

এদিকে ভারতের আবহাওয়া বিভাগ–আইএমডি ঘূর্ণিঝড় হামুন নিয়ে দেওয়া পূর্বাভাসে বলেছে, আজ রাতের মধ্যে ঘূর্ণিঝড় হামুন বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হতে শুরু করবে। এখন পর্যন্ত গতিমুখ অনুযায়ী হামুন বাংলাদেশের চট্টগ্রাম ও পটুয়াখালীর খেপুপাড়া উপকূলের মাঝখান দিয়ে আঘাত করতে পারে। তবে এটি শেষ পর্যন্ত আদৌ আঘাত করবে কি না তা এখনো নিশ্চিত করেননি আবহাওয়াবিদেরা।  

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ রাত থেকে সারা দেশে বৃষ্টি বাড়তে পারে। সঙ্গে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এজন্য নদী বন্দরগুলোকেও সাবধানে নৌযান চালাতে বলা হয়েছে।