প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সম্মাননা স্মারক প্রদান করা হয়
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সম্মাননা স্মারক প্রদান করা হয়

বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের ৩০ বছর পূর্তি অনুষ্ঠান

আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের ৩০তম বর্ষে পদার্পণ অনুষ্ঠান। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে তিন দশকে বিএসবির নানা কার্যক্রম নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। নতুন শতাব্দীর এডুকেশন লোগো উন্মোচন ও ডিজিটাল এডুকেশনের কার্যক্রম নিয়ে করা হয় বিশেষ উপস্থাপনা। এরপর দেশি-বিদেশি ডেলিগেটদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসবি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন এম কে বাশার কর্মকর্তা ও কর্মচারীদের অভিনন্দন জানান। এ সময় বিএসবির সাফল্যের স্মৃতিচারণা করেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের ভাইস চেয়ারম্যান খন্দকার সেলিমা রওশন এ সময় বক্তব্য দেন। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবকসহ গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিভিন্ন দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা, অনার্স, মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে পড়াশোনার ক্ষেত্রে অভিভাবক এবং শিক্ষার্থীদের সার্বিক দিকনির্দেশনা ও পরামর্শ দিয়ে যাচ্ছে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক।