দুই বছর পর আবারও ঢাকার আর্মি স্টেডিয়ামের মঞ্চে ফিরছে জয় বাংলা কনসার্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিনটিকে স্মরণ করে সপ্তমবারের মতো ‘জয়া বাংলা কনসার্ট’–এর আয়োজন করতে যাচ্ছে ‘ইয়াং বাংলা’। তবে এবার ৭ মার্চের বদলে ৮ মার্চ আয়োজন করা হয়েছে কনসার্ট। আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাজধানীর আর্মি স্টেডিয়ামে ২০১৫ সাল থেকে প্রতিবছরই অনুষ্ঠিত হয়ে আসছে তরুণদের কাছে জনপ্রিয় জয় বাংলা কনসার্ট। তবে কোভিড-১৯ মহামারির কারণে দুই বছর মঞ্চে আয়োজিত হয়নি এই কনসার্ট। এবার ৭ মার্চ পবিত্র শবে বরাত উপলক্ষে এক দিন পিছিয়ে ৮ মার্চ সম্ভাব্য সময় বেলা ৩টায় কনসার্ট আয়োজন করা হচ্ছে।
আয়োজকেরা বলছেন, কয়েক দিন আগেই ফেসবুক পেজ থেকে কনসার্টের ঘোষণা দেওয়া হয়েছে। এরপর এক এক করে ব্যান্ডগুলোর নাম প্রকাশ করা হচ্ছে। এবার মোট ৯টি ব্যান্ড পারফর্ম করবে। তারুণ্যভিত্তিক সংগঠন ইয়াং বাংলা এই কনসার্টের মূল উদ্যোক্তা। তাদের পেজ থেকেই জানানো হয়েছে এবারের কনসার্টে কোন কোন ব্যান্ড পারফর্ম করবে। ইয়াং বাংলা জানায়, ‘জয় বাংলা কনসার্ট ২০২৩’ মাতাবে ‘আর্টসেল’, ‘ক্রিপটিক ফেইট’, ‘চিরকুট’, ‘নেমেসিস’, ‘লালন’, ‘আরেকটা রক ব্যান্ড’, ‘মেঘদল’, ‘অ্যাভয়েড রাফা’ ও ‘কার্নিভ্যাল’।
কনসার্টটি দেখতে বরাবরের মতোই কোনো টাকা লাগছে না। তবে নির্ধারিত সময়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয়। সেখান থেকেই পাওয়া যায় প্রবেশের টিকিট। রেজিস্ট্রেশনের জন্য ইয়াং বাংলার ফেসবুক পেজ ও ওয়েবসাইটে ঢুকতে হবে। অনলাইনে সরাসরি রেজিস্ট্রেশন করতে লিংকে গিয়ে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা জন্মনিবন্ধন সনদ, মুঠোফোন নম্বর এবং ই-মেইল অ্যাড্রেসের মাধ্যমে অনলাইনেই নিবন্ধন করতে হবে।
কনসার্টে প্রতিটি ব্যান্ড নিজেদের গান ছাড়াও প্রতিবছরের মতো এবারও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশন করবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। এ ছাড়া প্রতিবারের মতোই থাকছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ।