সকালেই পড়ুন আলোচিত যত খবর

শুভ সকাল। আজ ৬ জুন, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোয় প্রকাশিত কিছু খবর হয়তো আপনার নজর এড়িয়ে গেছে। তাই আজকের দিনটি শুরু করুন প্রথম আলো অনলাইনের আলোচিত কয়েকটি খবর পড়ে।

বিদেশে ঘুরতে গেলে এনবিআরে সম্পদের তথ্য জানাতে হবে

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
ছবি: সংগৃহীত

এখন থেকে বিদেশে ঘুরতে গেলেই কর অফিসে সম্পদের বিবরণী জমা দিতে হবে। বিদেশভ্রমণের ক্ষেত্রে এ নিয়ম বাধ্যতামূলক করা হচ্ছে। এ জন্য নতুন আয়কর আইনে এমন ধারা সংযোজন করা হয়েছে। শিগগিরই আইনটি পাসের জন্য জাতীয় সংসদের বিল আকারে উত্থাপন করা হবে। বিস্তারিত পড়ুন:

ন্যূনতম ২০০০ টাকা কর: নতুন আইনে আরও যে ৫ সেবা যুক্ত হচ্ছে

বাধ্যতামূলক রিটার্ন দেওয়ার ক্ষেত্রে আরও পাঁচটি সেবা যুক্ত হচ্ছে। প্রস্তাবিত নতুন আয়কর আইনে এসব খাত যুক্ত করা হয়েছে। নতুন আয়কর আইনটি বিল আকারে জাতীয় সংসদে চলতি অধিবেশনেই উঠতে যাচ্ছে। সেই খসড়ায় নতুন খাতগুলো যুক্ত করা হয়েছে। বিস্তারিত পড়ুন:

গরমে এবার সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিকের ক্লাস বন্ধ

তাপপ্রবাহে ক্লান্ত শিক্ষার্থী ফারিয়া। বড় বোনের ছুটির জন্য স্কুলের সামনে মায়ের কোলে বিশ্রাম নিচ্ছে সে। ৯ মে ২০২৩, লক্ষ্মীবাজার, ঢাকা

প্রচণ্ড গরমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পর এবার সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রাথমিক শাখার ক্লাসও আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বিভাগ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ সোমবার এ সিদ্ধান্ত জানিয়েছেন। বিস্তারিত পড়ুন:

বিহারে তাসের ঘরের মতো ভেঙে পড়ল চার লেনের সেতু

২০১৪ সালে সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল

ভারতের বিহার রাজ্যের ভাগলপুরে গঙ্গা নদীর ওপর নির্মাণাধীন চার লেনের একটি সেতু তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। রোববার সন্ধ্যায় সেতুটি হুড়মুড় করে ভেঙে পড়ে। এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে। সেতুটি ভেঙে পড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিস্তারিত পড়ুন:

আর্জেন্টিনার ম্যাচের টিকিট ১০ মিনিটেই শেষ

আর্জেন্টিনা বেইজিংয়ে খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে

১৫ জুন বেইজিংয়ে লিওনেল মেসির আর্জেন্টিনা তাদের এশিয়া সফরের প্রথম ম্যাচে মাঠে নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। বিশ্বকাপজয়ীদের এই ম্যাচের টিকিটের দাম নিয়ে চীনে সমালোচনা শুরু হয়েছিল। তখন মনে হয়েছিল, বেইজিংয়ে ওয়ার্কার্স স্টেডিয়ামে ৬৮ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে এই ম্যাচ থেকে দর্শকেরা হয়তো মুখ ফিরিয়ে নেবেন। কিন্তু প্রথম পর্যায়ে টিকিট ছাড়ার পর এই পরিস্থিতি পাল্টে যেতে সময় লেগেছে মাত্র ১০ মিনিট। প্রথম দফায় যত টিকিট ছাড়া হয়েছিল, তার সব বিক্রি হতে সময় লেগেছে মাত্র ১০ মিনিট! বিস্তারিত পড়ুন: