রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ে বুধবার দিবাগত রাতে আগুন লাগে
রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ে বুধবার দিবাগত রাতে আগুন লাগে

সচিবালয়ে আগুন: পরীক্ষার জন্য কিছু আলামত বিদেশে পাঠানো হতে পারে

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ আগুনের ঘটনায় গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন আগামীকাল সোমবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। এই কমিটি প্রয়োজন মনে করলে কিছু আলামত দেশের বাইরে পাঠিয়ে পরীক্ষা করতে পারে।

আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানান। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ প্রেস উইংয়ের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপ প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান আজ তাঁদের জানিয়েছেন আগামীকাল প্রাথমিক প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবেন। এই মুহূর্তে তদন্তকাজ চলমান। তদন্তকাজের অংশ হিসেবে তাঁরা প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছেন। এর মধ্যে কিছু আলামত দেশে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তাঁরা যদি প্রয়োজন মনে করেন, কিছু আলামত দেশের বাইরে পাঠিয়েও পরীক্ষা করা হতে পারে বলে জানিয়েছেন।

গত বুধবার ছিল বড়দিনের ছুটি। এদিন গভীর রাতে বাংলাদেশ সচিবালয়ে আগুন লাগার ঘটনা ঘটে ৭ নম্বর ভবনে। আগুনে এই ভবনে থাকা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুই বিভাগ; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ; যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে কয়লা হয়ে গেছে কম্পিউটার ও আসবাব। দেয়াল ও মেঝেতেও বড় ক্ষতি হয়েছে। ভবনটির ক্ষতিগ্রস্ত তলাগুলো আপাতত ব্যবহার করার সুযোগ নেই। এ জন্য অস্থায়ীভাবে বিকল্প অফিস করছে মন্ত্রণালয়গুলো।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে গত বৃহস্পতিবার একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় ঘটনার তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে প্রধান করে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। কমিটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রধানকে সদস্যসচিব করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়।

প্রাথমিক এই প্রতিবেদনের বিষয়বস্তু সাংবাদিকদের অবহিত করা হবে কি না, জানতে চাইলে সংবাদ ব্রিফিংয়ে উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, কমিটিপ্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবেন। প্রধান উপদেষ্টাই সিদ্ধান্ত নেবেন, এই তদন্ত প্রতিবেদন নিয়ে পরবর্তী সময়ে তিনি কী করবেন।

তদন্ত কমিটি তাদের প্রাথমিক প্রতিবেদন আগামীকাল জমা দেবে, কিন্তু এই তদন্তকাজ করতে কতটুকু সময় লাগতে পারে, এমন প্রশ্নের জবাবে আজাদ মজুমদার বলেন, যে তদন্ত কমিটি করা হয়েছে, তাদের প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য তিন দিন সময় দেওয়া হয়েছে। তারা তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদনটি দেবে। এরপর প্রধান উপদেষ্টা, কমিটি ও সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষ মিলে ঠিক করবেন তদন্তটি সম্পন্ন করতে আসলে কত দিন লাগবে। এ বিষয়ে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।