বিএনপি নেতা শামসুজ্জামান ও জহির উদ্দিন স্বপন আবার রিমান্ডে

শামসুজ্জামান (বাঁয়ে) ও জহির উদ্দিন স্বপন
ফাইল ছবি

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান ও বিএনপির মিডিয়া সেলের সমন্বয়ক জহির উদ্দিন স্বপনকে দুই দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক রাজেশ চৌধুরী আজ সোমবার এ আদেশ দেন।

পুলিশ ও আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পল্টন থানার মামলায় বিএনপি নেতা শামসুজ্জামান ও জহির উদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। অন্যদিকে আসামিপক্ষ থেকে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাঁদের প্রত্যেককে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন।

৫ নভেম্বর গ্রেপ্তার হন শামসুজ্জামান। পরদিন রমনা থানার মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এ ছাড়া ২ নভেম্বর গুলশান এলাকা থেকে জহির উদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করে। পরদিন কনস্টেবল আমিরুল হক হত্যা মামলায় তাঁকে ছয় দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত।