বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ হাজিদের ফুল দিয়ে অর্ভ্যথনা জানান। আজ বেলা ১১টায় চট্টগ্রাম বিমানবন্দরে
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ হাজিদের ফুল দিয়ে অর্ভ্যথনা জানান। আজ বেলা ১১টায় চট্টগ্রাম বিমানবন্দরে

হজ শেষে চট্টগ্রামে প্রথম ফ্লাইটে ফিরলেন ৩৮৮ জন হাজি

পবিত্র হজ পালন শেষে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে হাজিরা ফিরতে শুরু করেছেন। আজ বৃহস্পতিবার সকালে এই বিমানবন্দর দিয়ে প্রথম ফ্লাইটে ফিরেছেন ৩৮৮ জন হাজি। এর আগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ২১ জুন থেকে দেশে ফিরতে শুরু করেন হাজিরা।

বিমানবন্দরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বেলা ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে হাজিরা চট্টগ্রামে অবতরণ করেন। এ সময় বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ হাজিদের ফুল দিয়ে অর্ভ্যথনা জানান। এ সময় বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিমানবন্দর সূত্র জানায়, গত ১৩ মে ৩৯৮ জন হজ যাত্রী নিয়ে মদিনার উদ্দেশে চট্টগ্রাম থেকে প্রথম ফ্লাইট ছেড়ে যায়। সবশেষ হজ ফ্লাইট ছিল ৯ জুন। সব মিলিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫ হাজার ৬২০ জন যাত্রী হজ পালনের জন্য সৌদি আরব গেছেন।