সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় সভা করেন চট্টগ্রাম ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিন। আজ বেলা ১টায় চট্টগ্রাম নগরের প্রেস ক্লাব বঙ্গবন্ধু হলে
সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় সভা করেন চট্টগ্রাম ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিন। আজ বেলা ১টায় চট্টগ্রাম নগরের প্রেস ক্লাব বঙ্গবন্ধু হলে

‘আনঅফিশিয়ালি’ অনেক সমর্থক আছে বলে দাবি গিয়াসের

আসন্ন দ্বাদশ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন। আজ বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় এই ঘোষণা দেন তিনি।

এ সময় তিনি বলেন, ‘অফিশিয়ালি থানা আওয়ামী লীগ তো আমার সঙ্গে আসতে পারবে না। অফিশিয়ালি তো নৌকা আওয়ামী লীগের প্রতীক। কিন্তু আনঅফিশিয়ালি, ভেতরে-ভেতরে অনেকই আছেন। মঞ্চে ও এখানে যাঁরা উপস্থিত আছেন, তাঁরাও তো আওয়ামী লীগের পিলার। তাঁরাও আমার পাশে থাকবেন।’

নির্বাচনে জয়ের আশা ব্যক্ত করে তিনি বলেন, থানা যুবলীগ, থানা ছাত্রলীগসহ বিভিন্ন স্থানীয় নেতা-কর্মীরা তাঁর সমর্থনে আছেন। এ ছাড়া মিরসরাইয়ের জনগণও তাঁকে সমর্থন করেন বলে দাবি করেন তিনি।

মোহাম্মদ গিয়াস উদ্দিন যে আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, সে আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এবার নির্বাচন না করার ঘোষণা দিয়েছিলেন তিনি। তাঁর পরিবর্তে এই আসনে আওয়ামী লীগ থেকে তাঁর ছেলে মাহবুব উর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেন নির্বাচন করছেন, এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘নির্বাচন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র রুখে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, কাউকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে দেওয়া যাবে না। এই ঘোষণার পর মিরসরাইয়ের বাসিন্দারা আমাকে নির্বাচন করতে বললেন। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি নির্বাচন করব।’

গিয়াস উদ্দিন বলেন, ‘মোশাররফ হোসেন অবশ্যই একজন “হেভিওয়েট” নেতা। কিন্তু তাঁর ছেলে হেভিওয়েট নন। আমিও প্রায় ৫০ বছর ধরে রাজনীতি করছি। আমি নিজেকেও হেভিওয়েট মনে করি না। মিরসরাইয়ের মানুষ আমাকে চান। আমিও চাই তাঁদের সেবা করতে। মিরসরাইয়ের জনগণ যে সিদ্ধান্ত নেবেন, আমি সেই সিদ্ধান্ত মাথা পেতে নেব।’

মতবিনিময় আরও উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট। দ্বাদশ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে তিনিও মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে দলীয় মনোনয়ন না পেয়ে তিনি নির্বাচন করছেন না। তবে নির্বাচনে মোহাম্মদ গিয়াস উদ্দিনকে সমর্থন দেবেন বলে জানিয়েছেন তিনি।