সড়ক দুর্ঘটনা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবিতে বৃহস্পতিবার রাজধানীর নিউ ইস্কাটন সড়কে মানববন্ধন করে ছাত্র ফেডারেশন
সড়ক দুর্ঘটনা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবিতে বৃহস্পতিবার রাজধানীর নিউ ইস্কাটন সড়কে মানববন্ধন করে ছাত্র ফেডারেশন

ছাত্র ফেডারেশনের মানববন্ধন

সড়ক দুর্ঘটনা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি

সড়ক দুর্ঘটনা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ছাত্র ফেডারেশন। সংগঠনটির নেতারা বলেছেন, বাংলাদেশে প্রতিবছর অনেক মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হন। সড়ক দুর্ঘটনা বলা হলেও তা নিছক দুর্ঘটনা নয়, বরং কাঠামোগত হত্যাকাণ্ড।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নিউ ইস্কাটন সড়কে এই মানববন্ধন হয়। গত বছরের ৭ নভেম্বর রাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে এই সড়কে ট্রাকের ধাক্কায় নিহত হন ছাত্র ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি আরিফুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহসাধারণ সম্পাদক সৌভিক করিম। তাঁদের মৃত্যুর এক বছর পূর্তিতে আজ মানববন্ধন করে ছাত্র ফেডারেশন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান। তিনি বলেন, ‘বাংলাদেশে বিপুলসংখ্যক মানুষ প্রতিবছর সড়ক দুর্ঘটনায় নিহত হন। কিন্তু এটিকে কখনোই গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে চিহ্নিত করে তা সমাধানে কোনো সমন্বিত উদ্যোগ নিতে আমরা দেখিনি। বিগত ফ্যাসিস্ট শাসনামলে লুটপাটের প্রধান খাত হয়েছিল সড়ক ও মহাসড়কগুলো। লুটপাটে তাঁরা যতটা মনোযোগী ছিলেন, মানুষের জীবন বাঁচাতে ততটা তৎপর ছিলেন না।’

সড়কের নিরাপত্তাকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে প্রতিষ্ঠা করতে হবে উল্লেখ করে মশিউর রহমান খান বলেন, ‘সড়ককে নিরাপদ করতে আমাদের আবার সরব হতে হবে। সে জন্যই আমরা এই (বাংলামোটর-মগবাজার) সড়কের নাম ‘আরিফ-সৌভিক সড়ক’ করার দাবি জানাই। নিরাপদ সড়ক নিয়ে সচেতনতা তৈরিতে আমরা সামনের দিনে আরও কর্মসূচি নিয়ে হাজির হব।’

মানববন্ধনে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা নিছক দুর্ঘটনা নয় বরং কাঠামোগত হত্যাকাণ্ড। রাস্তার দুরবস্থা, যথাযথ ট্রাফিক ব্যবস্থাপনা না থাকা, যানবাহনের ফিটনেস না থাকা এবং অদক্ষ চালকের কারণে দুর্ঘটনা ঘটে। এসব দেখভাল করার দায়িত্ব যাদের, তারা এসব ব্যাপারে উদাসীন। এ কারণেই প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যান। সড়ক নিরাপদ করতে সমন্বিত উদ্যোগ নিতে হবে।

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শুভ দেবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ, অর্থ সম্পাদক ফারহানা মুনা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরমানুল হক, ঢাকা মহানগরের সভাপতি আল-আমিন রহমান, গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার প্রমুখ। এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, নিহত সৌভিক করিমের মা রওনক করিম প্রমুখ উপস্থিত ছিলেন।