সুপ্রিম কোর্টের আইনজীবী সিগমা হুদা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
সিগমা হুদা (৭৮) প্রয়াত আইনজীবী ও রাজনীতিবিদ নাজমুল হুদার স্ত্রী। তাঁদের মেয়ে অন্তরা সেলিমা হুদা আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যা সোয়া সাতটার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিগমা হুদার মৃত্যু হয়। তিনি কিডনিসহ নানা জটিলতায় ভুগছিলেন। সর্বশেষ তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। এ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
সিগমা হুদা বাংলাদেশ মানবাধিকার সংস্থার চেয়ারপারসন ছিলেন।
নাজমুল হুদা ও সিগমা হুদা দম্পতির দুই মেয়ের অন্যজন শ্রাবন্তী আমিনা হুদা। অন্তরা হুদা এখন তৃণমূল বিএনপির নির্বাহী চেয়ারম্যান।
অন্তরা হুদা বলেন, আজ ফজরের পর ধানমন্ডির বায়তুল আমান মসজিদে তাঁর প্রথম জানাজা হয়। পরে তাঁর মরদেহ দোহারে গ্রামের বাড়ি মকসুদপুরের শাইনপুকুরে নেওয়া হয়। এখানে দুই দফা জানাজার পর পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।