বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দীন, সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদসহ ১৪ জন জীবিত বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ করবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এ তথ্য জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘বীরের কণ্ঠে বীরগাথা’ নামের একটি প্রকল্প বাস্তবায়ন করছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এই প্রকল্পের আওতায় ১৬টি প্রামাণ্যচিত্র নির্মাণের জন্য ‘বিস্তৃত প্রামাণ্যচিত্রে অন্তর্ভুক্তির জন্য গঠিত কমিটি’র সভা হয় গত ১ এপ্রিল।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় ১৪ জন বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণের সিদ্ধান্ত হয়। প্রথিতযশা ও দেশবরেণ্য জীবিত বীর মুক্তিযোদ্ধা হিসেবে যাঁদের নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণের সিদ্ধান্ত হয়েছে তাঁরা হলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, রাজনীতিবিদ ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
১১টি সেক্টরের সম্মুখযুদ্ধের জীবিত বীর মুক্তিযোদ্ধা হিসেবে এই তালিকায় আছেন আবদুল কাদের সিদ্দিকী (বীর উত্তম), মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম), ক্যাপ্টেন সাহাবউদ্দিন আহমেদ (বীর উত্তম), আবদুল ওয়াহেদ চৌধুরী (বীর উত্তম), তৌফিক–ই–ইলাহী চৌধুরী (বীর বিক্রম), জাফর ইমাম (বীর বিক্রম), মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম), মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম), কাজী সাজ্জাদ আলী জহির (বীর প্রতীক) ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। ইতিমধ্যে এই প্রামাণ্যচিত্র নির্মাণের কাজ শুরু হয়েছে।
এদিকে আজ সংসদীয় কমিটির বৈঠক শেষে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ‘বীরের কণ্ঠে বীরগাথা’ প্রকল্পে বীর মুক্তিযোদ্ধাদের মৌখিক সাক্ষাৎকার নেওয়ার জন্য বীর মুক্তিযোদ্ধা নির্বাচনের ক্ষেত্রে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার অবদান ও নেতৃত্ব বিবেচনায় রেখে নির্বাচন করার পরামর্শ দেওয়া হয়।
কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, শাজাহান খান ও মাহফুজা সুলতানা অংশ নেন।