রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডসংলগ্ন আলোকি কনভেনশন সেন্টারে আজ শুক্রবার শুরু হলো দুই দিনব্যাপী রেফ্রিজারেটর মেলা। এক ছাদের নিচে দেশি-বিদেশি শীর্ষস্থানীয় সব ব্র্যান্ডের রেফ্রিজারেটর দেখে পছন্দ করে কেনার সুযোগ দিতেই এ আয়োজন।
প্রথম আলো ডটকম আয়োজিত এই মেলা চলবে প্রতিদিন বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত। এই আয়োজনে থাকছে বিভিন্ন রেফ্রিজারেটর ব্র্যান্ডের আকর্ষণীয় স্টল, তারকাদের উপস্থিতিতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফল ড্রতে প্রতিদিন ফ্রিজসহ আকর্ষণীয় পুরস্কার জিতে নেওয়ার সুযোগ।
জমজমাট এ আয়োজনে অবিশ্বাস্য মূল্যছাড় নিয়ে অংশ নিয়েছে রেফ্রিজারেটর প্রস্তুতকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান সিঙ্গার বেকো, ইলেকট্রোমার্ট লিমিটেড (কনকা), ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড, স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ, মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড, বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড, ভিশন ইলেকট্রনিকস ও ইলেকট্রো ইন্টারন্যাশনাল। এ ছাড়া ব্র্যান্ডগুলোর রেফ্রিজারেটর কেনায় গ্রাহকদের বিনা সুদে ২৪ মাস পর্যন্ত ইএমআই সুবিধা দিচ্ছে মেলায় ব্যাংক পার্টনার হিসেবে থাকা ব্র্যাক ব্যাংক পিএলসি.। মেলায় পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে ইলেকট্রনিকস সামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠান এমইপি গ্রুপ।
এ মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে র্যাফল ড্র। পুরস্কার হিসেবে রয়েছে নামীদামি ব্যান্ডের পাঁচটি রেফ্রিজারেটরসহ অসংখ্য পুরস্কার। মেলা চলাকালে ভেন্যুতে উপস্থিত হয়ে কুপন পূরণের মাধ্যমে যেকেউ অংশ নিতে পারবেন এতে।
রেফ্রিজারেটর নিয়ে ব্যবহারকারী ক্রেতা-গ্রাহকেরা বিভিন্ন প্রশ্নের উত্তর পাবেন মেলায় এলেই। প্যানেল আলোচনায় রেফ্রিজারেটর প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞরা ফ্রিজবিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।
আজকের আয়োজনে থাকবেন জনপ্রিয় অভিনয়শিল্পী, সংগীতশিল্পী, ইনফ্লুয়েন্সার ও স্ট্যান্ডআপ কমেডিয়ান। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন সিঁথি সাহা ও মাহতিম শাকিব। স্ট্যান্ডআপ কমেডি করবেন শাওন মজুমদার। এ ছাড়া থাকবেন কথাসাহিত্যিক আনিসুল হক, নির্মাতা রেদওয়ান রনি, অভিনয়শিল্পী সোহান সাবা, চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছেন সোনিয়া রিফাত।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছোটদের বিনোদনের জন্য মেলা প্রাঙ্গণে আছে ‘বাবুল্যান্ড’। তাই অভিভাবকেরা নিশ্চিন্তে স্টল ঘুরে পছন্দ করতে পারবেন সংসারের জন্য নতুন রেফ্রিজারেটর।
উল্লেখ্য, ১ জুন থেকে শুরু হয়েছে অনলাইন রেফ্রিজারেটর মেলা, যা চলবে ১০ জুন পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন refrigeratormela.pro ওয়েবসাইটে।