ঢাকায় ‘শহীদি মার্চ’

প্রতিবাদী মিছিল–স্লোগানে বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়ার শপথ আবারও উচ্চারিত হলো। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তিতে আজ বৃহস্পতিবার ঢাকার রাজপথে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ‘শহীদি মার্চ’ শিরোনামে এই পদযাত্রায় বারবার ওঠে মুক্তির স্লোগান, মুক্ত বাংলাদেশের স্লোগান। একই সঙ্গে উচ্চারিত হয় আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ গণ–আন্দোলনে নিহত অনেকের নাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমাবেশের পর পদযাত্রা শুরু করেন তাঁরা। পদযাত্রা মিছিলটি নীলক্ষেত, নিউমার্কেট, কলাবাগান, মিরপুর রোড ধরে মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের সামনে যায়। সেখান থেকে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

রাজু ভাস্কর্যের সামনে সমাবেশে বক্তব্য দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ।
রাজু ভাস্কর্যের সামনে হাজারো মানুষ। অনেকের হাতে ও মাথায় লাল–সবুজ পতাকা।  
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জমায়েতও বড় হতে থাকে।
স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা।
বিভিন্ন প্ল্যাকার্ড হাতে অংশ নেয় মানুষ।
অনেক অভিভাবকের সমাবেশে আসার সময় নিয়ে আসেন শিশুকেও।
মিরপুর রোডে ‘শহীদি মার্চ’।
এগিয়ে চলেছে মিছিল।
ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় মানুষের ঢল।
জাতীয় পতাকা নিয়ে এগিয়ে যাচ্ছে মিছিল।