চট্টগ্রামের হাটহাজারী ও সন্দ্বীপ উপজেলায় নাশকতার অভিযোগে করা তিন মামলায় বিএনপির ৪৮ কর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞা সোমবার এ আদেশ দেন।
চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী প্রথম আলোকে বলেন, হাটহাজারীতে দুটি ও সন্দ্বীপে করা একটি মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে অন্তর্বর্তী জামিন পান। ওই জামিনের মেয়াদ শেষে আসামিদের জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করার নির্দেশনা ছিল।
ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, মেয়াদ শেষে আসামিরা সোমবার আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৪৮ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর মধ্যে সন্দ্বীপের এক মামলায় ১৫ জন ও হাটহাজারীর দুই মামলায় ৩৩ জন রয়েছেন।
আদালত সূত্র জানিয়েছে, সন্দ্বীপ সদরে গত বছরের ২ ডিসেম্বর বিএনপির মিছিল থেকে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্দ্বীপ থানায় মামলা করে। এ ছাড়া হাটহাজারীতে এ বছরের ১১ ফেব্রুয়ারি বিএনপি–সমর্থিত একদল নেতা-কর্মী বোমা বিস্ফোরণ ঘটিয়ে যানবাহনে অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় পুলিশ দুটি মামলা করে।
এর আগে রোববার নগরের কোতোয়ালি থানার তিন মামলায় চট্টগ্রাম নগর যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৩৯ জনকে কারাগারে পাঠিয়েছেন একই আদালত।