রাজশাহী-৫ আসনের সাবেক সংসদ সদস্য মনসুর আহমেদ, গাইবান্ধা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ ও বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহে আলমের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার কমিশন এ সিদ্ধান্ত নেয়। আজ মঙ্গলবার থেকে অনুসন্ধান শুরু হয়েছে বলে জানিয়েছে দুদকের উপপরিচালক জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।
দুদক সূত্র জানায়, সাবেক এই তিন সংসদ সদস্যের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
গত রোববার দুদকের সভায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারসহ পাঁচজনের দুর্নীতি অনুসন্ধান শুরু করেছে দুদক।