প্রথম আলোর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রতিনিধি মোশাররফ শাহর ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে)।
সোমবার এক যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, গত রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের নেতা–কর্মীরা মোশাররফকে হিংস্র কায়দায় মারধর করে রক্তাক্ত করেন। মারধরে তাঁর কানের পর্দা ফেটে গেছে। শুধু তা–ই নয়, ভবিষ্যতে ছাত্রলীগ নিয়ে কোনো সংবাদ প্রকাশ করলে প্রাণনাশেরও হুমকি দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ অবস্থায় হামলকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহ, মহাসচিব নুরুল আমিন; ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম; সিএমইউজের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান এই বিবৃতি পাঠান। বিবৃতিতে আরও বলা হয়, দেশজুড়ে সাংবাদিক নির্যাতনের মচ্ছব চলছে। গত তিন দিনে পৃথক স্থানে ছয় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা হয়। গত শনিবার ময়মনসিংহের ত্রিশালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পেশাগত দায়িত্ব পালন করতে গেলে চারটি জাতীয় দৈনিকের স্থানীয় চার সাংবাদিকের ওপর কর্মচারীরা হামলা করেন। এতে স্থানীয় সাংবাদিক সাইফুল আলম, রাকিবুল হাসান, রিয়াদুল হাসান ও মাসুদ রানা আহত হন।
আগের দিন শুক্রবার ঝিনাইদহের শৈলকূপায় চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেনের ওপর সন্ত্রাসীরা হামলা করেন। দুঃখজন ঘটনা হলো কোনো হামলার ঘটনায়ই এখন পর্যন্ত দোষীদের গ্রেপ্তার করা হয়নি।
সাংবাদিক নেতারা বলেন, বিচারহীনতার কারণে সাংবাদিক নিগ্রহের ঘটনা বেড়েই চলেছে। জাতীয় ও আন্তর্জাতিক উদ্বেগ ও হুঁশিয়ারি আমলে নিচ্ছে না প্রশাসন। অধিকাংশ ঘটনায় শাসকদলীয় ক্যাডাররা জড়িত থাকায় নির্যাতিত সাংবাদিকেরা প্রতিকার পাচ্ছেন না।