১৬ ঘণ্টা পর নালা থেকে উদ্ধার হলো শিশু ইয়াছিনের নিথর দেহ

চট্টগ্রাম নগরের উত্তর আগ্রাবাদের রঙ্গিপাড়া এলাকায় নালায় পড়ে নিখোঁজ শিশুর সন্ধানে তল্লাশি চলছে। ছবিটি গতকাল রোববার সন্ধ্যায় তোলা
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের উত্তর আগ্রাবাদের রঙ্গিপাড়া এলাকার একটি নালায় পড়ে নিখোঁজের ১৬ ঘণ্টা পর শিশু ইয়াছিন আরাফাতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপপরিচালক আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, আজ সোমবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে নালার ওপর বসানো স্ল্যাবের নিচে আবর্জনার ভেতর থেকে দেড় বছরের শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। নালার ময়লার ভেতর শিশুটির মরদেহ আটকে ছিল। শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ওই শিশু নালায় পড়ে নিখোঁজ হয়। রাত প্রায় সাড়ে ১০টা পর্যন্ত তল্লাশি চালায় ফায়ার সার্ভিস।

নিখোঁজের ১৬ ঘণ্টা পর আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নালা থেকে শিশু ইয়াছিনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

শিশুটির বাবার নাম সাদ্দাম হোসেন (২৫) ও মায়ের নাম নাসরিন আক্তার (১৯)। তাঁদের বাসা নালার পাশের একটি বস্তিতে। শিশুটির মা গতকাল বলেন, তিনি ভাত খেতে বসেছিলেন। তাঁর ছেলে নালার পাশে গিয়েছিল। পরে আর তিনি ছেলেকে পাননি।

এ বছর চট্টগ্রামে নালায় পড়ে দুজনের মৃত্যু হলো। এর আগে ৭ আগস্ট চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের ফতেহপুর ইসলামি হাটসংলগ্ন বাদামতলা এলাকার নালায় পড়ে মৃত্যু হয় কলেজছাত্রী নিপা পালিতের (২০)।

২০২১ সালের ৩০ জুন মেয়রগলি এলাকায় চশমা খালে পড়ে অটোরিকশাচালক ও এক যাত্রীর মৃত্যু হয়। ওই বছরের ২৫ আগস্ট নগরের মুরাদপুরে চশমা খালে পা পিছলে পড়ে তলিয়ে যান সবজি বিক্রেতা ছালেহ আহমেদ। তাঁর মরদেহ এখনো পাওয়া যায়নি।

এরপর ৬ ডিসেম্বর একই খালে তলিয়ে যায় শিশু মো. কামাল উদ্দিন। তিন দিন পর নগরের মির্জা খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া ওই বছরের ২৭ সেপ্টেম্বর নগরের আগ্রাবাদের মাজার গেট এলাকায় ফুটপাত থেকে পা পিছলে নালায় পড়ে মৃত্যু হয় বিশ্ববিদ্যালয়ছাত্রী শেহেরীন মাহমুদ সাদিয়ার।