সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৩০ জুলাই, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

মোটরসাইকেলে ৩ যুবক এসে বাসে আগুন দিয়ে চলে যান

দুর্বৃত্তরা তিশা পরিবহনের বাসটিতে আগুন দেয়। আজ শনিবার মাতুয়াইলে
ছবি: প্রথম আলো

গতকাল শনিবার বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষের পর তিশা পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়। বিস্তারিত পড়ুন:

বিএনপির আমানের জন্য হাসপাতালে খাবার ও ফল পাঠালেন প্রধানমন্ত্রী

হাসপাতালে আমানউল্লাহ আমানের জন্য ফল ও উপহার নিয়ে যান প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান

ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক চিকিৎসাধীন আমানউল্লাহ আমানকে দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান। গতকাল প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিনিধিদলটি তাঁকে দেখতে গিয়েছে। বিস্তারিত পড়ুন:

মুসলমান ভোট টানতে বিজেপির সহসভাপতি করা হলো তারিক মনসুরকে

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য তারিক মনসুর

উত্তর প্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য তারিক মনসুরকে বিজেপির সহসভাপতি করা হয়েছে। গতকাল শনিবার তাঁকে এই পদে মনোনীত করা হয়। বিস্তারিত পড়ুন:

মহাসমাবেশের পর অবস্থান, এরপর কী

পথে পথে পুলিশ ও সরকারদলীয় লোকজনের বাধা সত্ত্বেও বিপুল উপস্থিতি নিয়ে বিএনপির মহাসমাবেশ। রাজধানীর নয়াপল্টন, গতকাল

ঢাকায় একই দিনে দুই বড় দলের সমাবেশ-মহাসমাবেশ জনগণকে কতটা আশ্বস্ত করতে পেরেছে, তা জানা না গেলেও হাজার হাজার মানুষকে যে ভোগান্তিতে ফেলেছে, সে বিষয়ে সন্দেহ নেই। কেবল বিএনপির নেতা-কর্মীরাই নন, পথে পথে বাধার সম্মুখীন হয়েছেন সাধারণ যাত্রীরাও। সাপ্তাহিক ছুটির দিনেও নানা প্রয়োজনে মানুষকে রাস্তায় নামতে হয়। ডেঙ্গুর প্রকোপে কম্পিত ঢাকায় পরিবারের কেউ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যেতে হয়। শ্রমজীবী মানুষ ঘরের বাইরে না গেলে খাবার জোটে না। বিস্তারিত পড়ুন:

আগে জানলে ইধিকাকে নিয়ে হলে বসে একসঙ্গে ‘প্রিয়তমা’ দেখতাম: বুবলী

শবনম বুবলী

পঞ্চম সপ্তাহে পড়ল ঈদের সিনেমা ‘প্রিয়তমা’। এখনো দেশ-বিদেশে সাড়া অব্যাহত আছে ছবিটির। বর্তমানে ঢাকা ও ঢাকার বাইরে ৪৭টি হলে চলছে এটি। ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। শাকিব খানের বিপরীতে এই ছবির ‘ইতি’ চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন এই অভিনেত্রী।
বিস্তারিত পড়ুন: