তাকসিম এ খান
তাকসিম এ খান

তাকসিম খানসহ ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জনবল কাঠামোবহির্ভূত নিয়োগ দিয়ে দুর্নীতি করার অভিযোগে ঢাকা ওয়াসার পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খানসহ বোর্ডের ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের উপপরিচালক সৈয়দ নজরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলার অন্য আসামিদের মধ্যে আছেন ওয়াসার অতিরিক্ত সচিব সুধাংশু শেখর বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট মু. মাহমুদ হোসেন, সাবেক পরিচালক আবুল কাশেম ও এ কে এম সহিদ উদ্দিন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের প্রতিনিধি মো. নূরুজ্জামান, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সভাপতি এ কে এম এ হামিদ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আলেয়া সারোয়ার (ডেইজি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর মো. হাসিবুর রহমান (মানিক)।

মামলার এজাহারে বলা হয়েছে, ওয়াসার সাবেক পরিচালক আবুল কাশেম ও এ কে এম সহিদ উদ্দিনের নিয়োগ প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেন আসামিরা। পাশাপাশি তাঁদের বেতন-ভাতা বাবদ উত্তোলিত ১ কোটি ৯৮ লাখ ৬৫ হাজার ৯৮০ টাকা আত্মসাতের সহযোগিতা করেছেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, আবুল কাশেম অসৎ উদ্দেশ্যে ব্যক্তিস্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরস্পর যোগসাজশে অনিয়ম–দুর্নীতির মাধ্যমে পরিচালক (উন্নয়ন) পদে নিয়োগপ্রাপ্ত হয়ে বেতন-ভাতাদি বাবদ ৯৯ লাখ ৫২ হাজার ২৭১ টাকা উত্তোলনপূর্বক আত্মসাৎ করেছেন। অন্যদিকে এ কে এম সহিদ উদ্দিনও বেতন-ভাতাদি বাবদ ৯৯ লাখ ৫২ হাজার ২৭১ টাকা উত্তোলনপূর্বক আত্মসাৎ করেছেন।