শুভ সকাল। আজ ১৭ ডিসেম্বর, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
ভাষণে ড. ইউনূস নির্বাচন, গুম কমিশনের প্রতিবেদন, শ্বেতপত্র , ব্যাংকিং ব্যবস্থা, অর্থ পাচার, ঐকমত্য কমিশন গঠন, সংস্কার প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। নির্বাচনের সময় সম্পর্কে আভাস দেওয়ার পাশাপাশি ভোটারদের নিয়ে আশা প্রকাশ করেন ড. ইউনূস। বিস্তারিত পড়ুন...
অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছিলেন, নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে। এটা আর থামবে না। প্রধান উপদেষ্টার এই আশ্বাসের পরও রাজনৈতিক দলসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে নির্বাচন নিয়ে শঙ্কা ও অনিশ্চয়তা থেকে গিয়েছিল। অনেকেই প্রশ্ন করেছিলেন, সরকার কেন নির্বাচনের সম্ভাব্য দিন-তারিখ ঘোষণা করছে না? বিস্তারিত পড়ুন...
মহান বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। নরেন্দ্র মোদি ওই পোস্টে ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণকে ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ হিসেবে উল্লেখ করেছেন। বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধ নিয়ে কিছু বলেননি। বিস্তারিত পড়ুন...
সিরিয়া ছাড়ার আগের দিনও বাশার আল-আসাদ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বৈঠক করেছিলেন। বৈঠকে দেশটির প্রায় ৩০ সেনা ও নিরাপত্তা কর্মকর্তা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত থাকা একজন কমান্ডার নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রেসিডেন্ট আসাদ নিশ্চয়তা দিয়েছিলেন, রুশ বাহিনী তাঁদের সহায়তা করতে এগিয়ে আসবে।
বিস্তারিত পড়ুন ...
ওবেদ ম্যাকয়ের টি-টোয়েন্টি ম্যাচ আর রানসংখ্যা প্রায় কাছাকাছি। ১৩০ ম্যাচে ১৬২ রান, যা জানার পর কেউ কেউ প্রশ্ন করতে পারেন, ব্যাট ধরতে পারেন তো? তবু ওয়েস্ট ইন্ডিজের যখন জয়ের জন্য ৩ বলে ৯ রান দরকার, তখন শেষ ব্যাটসম্যান হিসেবে ম্যাকয়কে ব্যাটিংয়ে নামতে দেখে পুরো গ্যালারিই যেন নেচে উঠল। হাততালি, চিৎকারে আলোড়ন উঠল চারপাশে। বিস্তারিত পড়ুন...