আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু বললেন

‘ভোটারদের আবেদন-নিবেদন করেছি, যেন ভোট দিতে আসেন’

চট্টগ্রাম-১০ উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু ভোট দিচ্ছেন। ৩০ জুলাই
ছবি: সৌরভ দাশ

বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভোটার আরও বাড়বে বলে আশাবাদী চট্টগ্রাম-১০ উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু। আজ রোববার সকাল সাড়ে আটটায় নিউ টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাসী এই প্রার্থী।

বাচ্চু বলেন, ‘পরিবেশ খুব ভালো। শান্তিপূর্ণ পরিবেশ আছে। ভোটারদের আবেদন–নিবেদন করেছি, যাতে ওনারা ভোট দিতে আসেন। ওনারা আসছেন।’

মহিউদ্দিন বাচ্চু বলেন, ‘এখন পর্যন্ত যে খবর পেয়েছি, ইভিএমে কোথাও কোথাও একটু সমস্যা হচ্ছে। সংশ্লিষ্ট পোলিং এজেন্টদের বলেছি তাঁদের প্রিসাইডিং অফিসারদের সঙ্গে যোগাযোগ করে এর ব্যবস্থা নিতে, যাতে ভোটদানে কোনো সমস্যা না হয়। আমি জয়ের বিষয়ে আশাবাদী।’

একই কেন্দ্র পরিদর্শন করে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘সকালের দিকে হয়তো ভোটার একটু কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়বে আশা করি। কোনো প্রার্থী এখন পর্যন্ত কোনো অভিযোগ করেননি।’

জাতীয় পার্টির প্রার্থী সামশুল আলম বলেন, ভোট শান্তিপূর্ণ হচ্ছে। কোথাও কোনো সমস্যা নেই। কোথাও জোরজবরদস্তির ঘটনা ঘটেনি।