উপদেষ্টা পরিষদে আলোচনা

আগামী মাসের মধ্যে সব শিক্ষার্থী পাঠ্যবই পাবে

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। উপদেষ্টার কার্যালয়, তেজগাঁও, ঢাকা। ৯ জানুয়ারি
ছবি: পিআইডি

প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থী আগামী মাসের (ফেব্রুয়ারি) মধ্যে পাঠ্যবই পাবে বলে মনে করছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঠ্যবইয়ের বিষয়টি নিয়ে আলোচনা হয়। পরে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, উপদেষ্টা পরিষদে বলা হয়েছে, পাঠ্যপুস্তক আগামী মাসের মধ্যে সবাই হাতে পাবে।

আগের সরকার পাঠ্যপুস্তক উৎসব করত এক দিনের জন্য। দেখাত যে পাঠ্যপুস্তক সবাই ১ জানুয়ারি পাচ্ছে। কিন্তু যে তথ্য পাওয়া যাচ্ছে, ২০১০ সালের পর বেশির ভাগ সময় সব বই পুরোপুরি বিতরণ হতে হতে মার্চ এবং কোনো কোনো বছর জুলাই মাসও হয়েছে। ২০২২ শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তক সরবরাহের সর্বশেষ তারিখ ছিল ২৪ মার্চ, ২০২৩ শিক্ষাবর্ষে ১৭ মার্চ এবং ২০২৪ শিক্ষাবর্ষে ২৭ ফেব্রুয়ারি।

উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাপক মুহাম্মদ ইউনূস চট্টগ্রামে বর্ষায় জলাবদ্ধতা দ্রুত নিরসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বলে জানান প্রেস সচিব। একই সঙ্গে যানজট সমস্যা নিরসনে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে দ্রুত পদক্ষেপ দেখা যাবে।

সংবাদ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।