জিপিএ-৫ উৎসবে মানিকগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে কয়েকজন কৃতী শিক্ষার্থী এসেছে একই রকম নতুন জামা পরে। প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হকের সঙ্গে ছবি তুলছে তারা
জিপিএ-৫ উৎসবে মানিকগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে কয়েকজন কৃতী শিক্ষার্থী এসেছে একই রকম নতুন জামা পরে। প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হকের সঙ্গে ছবি তুলছে তারা

শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনা

আনন্দে মেতেছে কৃতী শিক্ষার্থীরা

বাবা অফিসের কাজে ব্যস্ত থাকেন। তাই মেয়ে রায়া তারান্নুমকে স্কুলে আনা-নেওয়ার কাজটি মূলত মা সেলিনা আক্তারকেই সামলাতে হয়েছে। আজও মায়ের হাত ধরেই জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসেছে রায়া।

সকাল ৭টায় ঢাকা থেকে নিজেদের গাড়িতে করে রওনা দিয়ে সকাল সাড়ে ১০টায় সাভারের আশুলিয়ায় ফ্যান্টাসি কিংডমে পৌঁছায় তারা। পৌঁছানোর পরপরই ফ্যান্টাসি কিংডমের সামনে তৈরি বুথে নিবন্ধন নম্বর দেখিয়ে ক্রেস্ট, কুপন প্রভৃতি সংগ্রহ করার কাজে ব্যস্ত হয়ে পড়ে রায়া। তার বান্ধবীরা আগেই এসে ফ্যান্টাসি কিংডমের ভেতরে অপেক্ষা করছিল। রায়াকে বারবার ফোন দিচ্ছিল তারা। কখন ভেতরে ঢুকে বান্ধবীদের সঙ্গে আনন্দে যোগ দেবে, তা নিয়ে রায়ার মধ্যেও উত্তেজনা দেখা গেল।

মা সেলিনা বলেন, অনুষ্ঠানে যোগ দিতে অধীর হয়ে অপেক্ষা করছিল তাঁর মেয়ে। রায়ার বাবা রোকনুজ্জামান বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক। রায়া মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী। তার প্রকৌশলী হওয়ার ইচ্ছা।

রায়ার মতো অনেক কৃতী শিক্ষার্থীর সমাগমে গতকালের মতো আজও প্রাণবন্ত হয়ে উঠেছে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমের পরিবেশ। এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ঢাকা পর্বের কৃতী শিক্ষার্থীদের দুই দিনব্যাপী সংবর্ধনা অনুষ্ঠানের দ্বিতীয় ও শেষ দিন আজ মঙ্গলবার। প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর সহায়তায় আজ এ উৎসবে অংশ নিতে ঢাকা, মানিকগঞ্জ ও গাজীপুর জেলার এ বছরে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া প্রায় সাড়ে সাত হাজার শিক্ষার্থী আগাম নাম নিবন্ধন করেছিল। গতকাল সোমবার প্রথম দিনের অনুষ্ঠানে যোগ দিয়েছিল প্রায় ১০ হাজার শিক্ষার্থী।

উৎসবে আশুলিয়ার একটি বোয়িং হাউসের কর্মকর্তা এম টি আবদুর রাজ্জাক ও মহকুমা বেগম দম্পতি এসেছেন তাঁদের মেয়ে উম্মে কুসুমকে নিয়ে। টঙ্গীর সফিউল্লাহ সরকারি একাডেমি থেকে কুসুম বিজ্ঞানে জিপিএ-৫ পেয়ে ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। মেয়ের সঙ্গে মা–বাবাও খুব আনন্দিত। তাঁরা জানালেন, মেয়ের সুবিধার জন্য ইতিমধ্যে আশুলিয়ার বাসা ছেড়ে তাঁরা ঢাকার যাত্রাবাড়ীতে বাসা ভাড়া নিয়েছেন। এতে অবশ্য আবদুর রাজ্জাকের অফিস করতে একটু কষ্ট হচ্ছে। তবে মেয়ের ভবিষ্যতের কথা ভেবে হাসিমুখেই সে কষ্ট মেনে নিয়েছেন।

এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ঢাকা পর্বের কৃতী শিক্ষার্থীদের দুই দিনব্যাপী সংবর্ধনা অনুষ্ঠানের দ্বিতীয় ও শেষ দিন আজ

উৎসবের জন্য একরকম পোশাক

প্রথম আলো পত্রিকার বুথে বসে ভক্তদের সঙ্গে সেলফি তুলছিলেন ও অটোগ্রাফ দিচ্ছিলেন ব্যবস্থাপনা সম্পাদক ও কথাশিল্পী আনিসুল হক। অটোগ্রাফের আবদার নিয়ে স্টলের সামনে হাজির একই রকম পোশাকে সজ্জিত এক দল কৃতী শিক্ষার্থী। তাদের মধ্যে রামিশা নওফেল ও শারিকা বিনতে মফিদ নামের দুজন জানাল, মানিকগঞ্জ থেকে তারা আর তাদের অভিভাবকেরা দুটি মাইক্রোবাস ভাড়া করে এ উৎসবে এসেছে। মাসখানেক ধরে পরিকল্পনা করে তারা একই ধরনের এসব পোশাক আর সাজসজ্জার ব্যবস্থা করেছে। উৎসবের আনন্দ তো আছেই, তার ওপর প্রিয় লেখকের সঙ্গে ছবি তোলা আর অটোগ্রাফ নেওয়ার সুযোগ মিলে যাওয়ায় একেবারে যেন ‘ভরপুর আনন্দ’ তাদের।

রাইডের সামনে লম্বা লাইন

শিক্ষার্থীরা বুথ থেকে তাদের ক্রেস্ট, নাশতা, দুপুরের খাবারের কুপন, রাইডের ফ্রি টিকিট ও রিস্টব্যান্ড নিয়ে ভেতরে প্রবেশ করে আনন্দ–উল্লাসে মেতে উঠেছে। রোলারকোস্টার, ম্যাজিক কার্পেটসহ বিভিন্ন রাইডের সামনে পড়েছে লম্বা লাইন। গতকালের মতো আজ খররোদ নেই। আবহাওয়া কিছুটা মেঘলা। ফলে পরিবেশটাও বেশ উপভোগ্য।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রধান শাখার দুই বোন লামিসা কবির ও সায়মা কবির এবং তাদের মা জুলিয়া ইসলামের সঙ্গে কথা হলো ‘উড়ন্ত পাখি’ নামের রাইডের সামনে। দুই বোন এবার একই সঙ্গে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে। দুই বোন বয়সে এক বছরের ছোট-বড় হওয়ায় তাদের একসঙ্গেই স্কুলে ভর্তি করিয়েছিলেন বলে জানালেন তাদের মা। দুই বোনেরই সামরিক বাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছা। প্রথম আলোর এই আয়োজনে তারা খুব আনন্দিত ও অনুপ্রাণিত।

এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ঢাকা পর্বের কৃতী শিক্ষার্থীদের দুই দিনব্যাপী সংবর্ধনা অনুষ্ঠানের দ্বিতীয় ও শেষ দিন আজ

সংবর্ধনা মঞ্চের অনুষ্ঠান

দুপুরের খাবারের পর শুরু হয় সংবর্ধনা মঞ্চের মূল অনুষ্ঠান। আজ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের উপাচার্য ইমরান রহমান, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য কামরুল আহসান। আরও থাকছেন অভিনয়শিল্পী আফজাল হোসেন, মাসুমা রহমান নাবিলা এবং শিখোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শাহীর চৌধুরী। গান শোনাবেন দিলশাদ নাহার কনা ও প্রীতম হাসান। প্রেরণামূলক বক্তব্য দেবেন এভারেস্টজয়ী বাবর আলী। শেষে থাকবে সোলসের গান।

‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা’ নামের এ আয়োজনের মধ্য দিয়ে এ বছর সারা দেশে প্রায় এক লাখ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। ‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগান নিয়ে গত ২৫ জুন সৈকতশহর কক্সবাজারে সেই জেলার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনার মধ্য দিয়ে এই আয়োজন শুরু হয়েছিল। শেষ হবে ২৪ জুলাই।

আয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ এবং সহযোগিতায় কনকর্ড গ্রুপ, ফ্রেশ, বহুব্রীহি, সানকুইক, কনকা-গ্রে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা। আর ফ্যান্টাসি কিংডমে প্রাথমিক চিকিৎসাসেবা দিচ্ছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল।