নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজ বিভাগ আয়োজন করতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ ভাষা অলিম্পিয়াড ‘বেকম্যানস থার্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লিগ’। ২০১৯ ও ২০২২ সালে অনুষ্ঠিত দুটি ভাষা লিগের সাফল্যের ওপর ভিত্তি করে এবার সারা দেশে ৫০ হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে এক সংবাদ সম্মেলনে বেকম্যানস থার্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লিগের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক আবদুর রব খান, ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের চেয়ারম্যান এ কিউ এম এ রহমান ভূঁইয়া, আকিজ বেকারস লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার শফিকুল ইসলাম তুষার ও সিনিয়র লেকচারার মেহেদী হাসান।
প্রতিযোগিতার লক্ষ্য ভাষা শেখা এবং ইংরেজি, বাংলা ও অন্যান্য ভাষার দক্ষতা মূল্যায়ন করা। ২০১৯ সালে ইভেন্টটি বাংলা, ইংরেজি ও চীনা ভাষা নিয়ে করা হয়। পরবর্তী বছর জার্মান ও ফরাসি ভাষা অন্তর্ভুক্ত করা হয়েছিল। এ বছর দেশের ভাষাগত বৈচিত্র্যকে তুলে ধরতে বাংলাদেশি আদিবাসী ভাষা সংযোজন করা হয়েছে।
এর আগে শিক্ষার্থীদের অংশগ্রহণ জুনিয়র থেকে তৃতীয় স্তরের (বিশ্ববিদ্যালয়) মধ্যে সীমাবদ্ধ ছিল। এ বছর প্রাথমিক স্তর (প্রথম শ্রেণি) থেকে তৃতীয় স্তরের শিক্ষার্থীদের জন্যও উন্মুক্ত। বিভাগীয়, সেমিফাইনাল এবং ফাইনাল এ তিনটি ধাপে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। যার মধ্যে রয়েছে স্পেলিং বী, গ্রামার, ওয়াল ম্যাগাজিন, ডিবেট, পাবলিক স্পিকিং, শর্ট স্টোরি রাইটিং এবং হ্যান্ড রাইটিং। প্রতিযোগিতার বিস্তারিত তথ্য ও রেজিস্ট্রেশনের বিবরণ অফিসিয়াল ওয়েবসাইট http://www.languageleague.info/ এ পাওয়া যাবে।