সরকারি চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির পাশাপাশি অবসরের বয়সসীমা বাড়ানোর বিষয়েও পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন।
শনিবার সংগঠনের সভাপতি মো. আনোয়ার উল্ল্যাহ ও মহাসচিব মুহাম্মদ মাহবুবুর রহমান এক বিবৃতিতে এ দাবি জানিয়েছেন। বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের সাধারণ বয়স ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। আর অবসরে যাওয়ার সাধারণ বয়স ৫৯ বছর। তবে মুক্তিযোদ্ধার ক্ষেত্রে তা ৬০ বছর।
অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়ে কমিটি গঠন করায় সরকারকে সাধুবাদ জানানো হয়েছে। এতে বলা হয়েছে, চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি যেমন যৌক্তিক, তেমনি অবসরের বয়সসীমাও বাড়ানো উচিত।
দীর্ঘ বঞ্চনার পর যেসব কর্মকর্তা ইতিমধ্যে উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন, তাঁদের দ্রুত সময়ের মধ্যে পদায়নের দাবি জানানো হয় বিবৃতিতে। পাশাপাশি বিগত স্বৈরাচার সরকারের দোসরদের দেওয়া সব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের নীতিগত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়। জেলা প্রশাসক (ডিসি) পদায়ন নিয়ে দুর্নীতির অভিযোগে সম্প্রতি গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, সে ঘটনায় প্রকৃত দোষীদের চিহ্নিত করে যথাযথ শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।