মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিক আনোয়ার মালয়েশিয়া চ্যাম্পিয়নশিপ সিরিজ ২০২৩-এর রাউন্ড ৩, রেস ২-এ প্রথম হয়েছেন। গত ২৭ আগস্ট দেশটির সেপাং ইন্টারন্যাশনাল সার্কিটে এ আয়োজন হয়েছে। বর্তমানে সামগ্রিকভাবে তৃতীয় স্থানে আছেন তিনি। এর আগে তিনি রাউন্ড ১-এ-ও পোডিয়াম অর্জন করেছিলেন। সব মিলিয়ে মালয়েশিয়া চ্যাম্পিয়নশিপ সিরিজে অভিক আনোয়ারের এটি অষ্টম পোডিয়াম।
অভিক আনোয়ার মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এমজিআইকে পাশে নিয়েই তিনি দুবাই, মালয়েশিয়া ও ভারতের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জয়ী হয়েছেন। বিজ্ঞপ্তি