জাতীয় গণিত উৎসব

৪৫ হাজার থেকে ৮৫ বিজয়ী

জাতীয় গ‌ণিত উৎস‌ব ২০২৩-এর বিজয়ী‌দের স‌ঙ্গে অতিথিরা। গতকাল ঢাকার সেন্ট যো‌সেফ হায়ার সেকেন্ডারি স্কুলে
ছবি: তানভীর আহাম্মেদ

শুরুতে নিবন্ধন করেছিল প্রায় ৪৫ হাজার শিক্ষার্থী। তাদের নিয়ে অনুষ্ঠিত হয় ‘অনলাইন বাছাই অলিম্পিয়াড’। নির্বাচিতদের নিয়ে ২০টি শহরে হয় ‘আঞ্চলিক গণিত উৎসব’। আঞ্চলিকের বিজয়ীরা দেশের নানা প্রান্ত থেকে রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে জড়ো হয়। পরীক্ষার পাশাপাশি শিক্ষার্থীরা আনন্দ-উৎসবে মেতে থাকে দুই দিন। শেষে চূড়ান্ত হয় জাতীয় গণিত উৎসবের ৮৫ বিজয়ী।

‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৩’-এর দুই দিনব্যাপী জাতীয় পর্বের সমাপনী ছিল গতকাল শনিবার। সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত এই উৎসবে আঞ্চলিক পর্বে বিজয়ী ১ হাজার ২৪৫ শিক্ষার্থী অংশ নেয়৷ ‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগান সামনে রেখে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতা ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি ২১তম বারের মতো এ উৎসবের আয়োজন করে। উৎসবে প্রাথমিক চিকিৎসাসহায়তা দিয়েছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল লিমিটেড।

সমাপনী দিনের আয়োজনের শুরুতেই বড় পর্দায় দেখানো হয় প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নির্মিত প্রামাণ্যচিত্র ‘সে আগুন ছড়িয়ে গেল সবখানে’। সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে নিয়ে এই প্রামাণ্যচিত্র নির্মাণ করা হয়েছে। পর্দায় দেখানো হয় কুড়িগ্রামের ‘প্রথম আলো চর’ নিয়ে নির্মিত ভিডিও চিত্র।

অনুষ্ঠানে গান গেয়ে শোনান ৯ বছরের ঋতুরাজ ও তার বাবা শুভাশীষ ভৌমিক। এরপর মঞ্চে আসেন মারিয়া-অনন্যা ড্যান্স ট্রুপের সদস্যরা। ‘গণিতের পট’ নিয়ে মঞ্চে আসেন খুলনার ‘রূপান্তর থিয়েটার’–এর শিল্পীরা৷ অনুষ্ঠানে দেশের গণিত অলিম্পিয়াডের প্রয়াত পথিকৃৎদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এক মিনিট পর্বে অতিথিরা

‘এক মিনিট পর্বের’ মধ্য দিয়ে শুরু হয় সমাপনী আয়োজন। বিশিষ্ট অতিথিরা এক মিনিটে তাঁদের অনুভূতি প্রকাশ করেন। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ বলেন, জামিলুর রেজা চৌধুরী ছিলেন মেধাবী ও স্মৃতিধর। শিক্ষার্থীদের তাঁর মতো হওয়ার চেষ্টা করতে হবে।

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক বলেন, দেশকে এগিয়ে নিতে হলে লেখাপড়ায় উন্নত হতে হবে।

সমাপনী পর্বে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর সহধর্মিণী সেলিনা নওরোজ চৌধুরী, সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য ইলিয়াস উদ্দীন বিশ্বাস, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ব্রাদার লিও জেমস প্যারেরা, বুয়েটের অধ্যাপক আবদুল হাকিম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক বি এম মইনুল হোসেন, মনোরোগ চিকিৎসক অধ্যাপক মোহিত কামাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম । অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, সহযোগিতায় ছিলেন গণিত অলিম্পিয়াডের একাডেমিক কাউন্সিলর জাহিদ হোসাইন খান।

বিজয়ী হলো যারা

৮৫ জনকে বিজয়ী ঘোষণা করে তাদের হাতে তুলে দেওয়া হয় সনদ, ক্রেস্ট, মেডেল ও টি-শার্ট। এবারের আসরে প্রাইমারি ও জুনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়নস অব দ্য অলিম্পিয়াড ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মনামী জামান পেয়েছে জামিলুর রেজা চৌধুরী স্মৃতি পুরস্কার এবং সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে চ্যাম্পিয়নস অব দ্য অলিম্পিয়াড জামাল নজরুল ইসলাম স্মৃতি পুরস্কার পেয়েছে নটর ডেম কলেজের আশরাফুল ইসলাম।

চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নস হয়েছে প্রাইমারি ক্যাটাগরিতে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের রিশান আন নাফি, জুনিয়র ক্যাটাগরিতে ভিকারুননিসার শিক্ষার্থী মনামী জামান, সেকেন্ডারি ক্যাটাগরিতে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের এস এম এ নাহিয়ান এবং হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে নটর ডেম কলেজের আশরাফুল ইসলাম। এ ছাড়া জেবুন্নেসা হাশেম পুরস্কার পেয়েছে ভিকারুননিসার শিক্ষার্থী ইশাল মেহরিশ, প্রকৌশলী লুৎফর রহমান স্মৃতি পুরস্কার পেয়েছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ফুয়াদ আল আলম, খোদাদাদ খান স্মৃতি পুরস্কার পেয়েছে নটর ডেমের তাহমীদ হামীম চৌধুরী, গৌরাঙ্গ দেব রায় স্মৃতি পুরস্কার পেয়েছে ময়মনসিংহ জিলা স্কুলের দেবপ্রিয় সাহা রায়, সজল–কাজল স্মৃতি পুরস্কার পেয়েছে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অহন বণিক, আবিদ রেজা স্মৃতি পুরস্কার পেয়েছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের জাওয়াদ হামিম চৌধুরী এবং এম সেকেন্দার আলি স্মৃতি পুরস্কার পেয়েছে খুলনা জিলা স্কুলের খান রাফিউল ইসলাম।

জামিলুর রেজা চৌধুরী নান্দনিক সমাধান পুরস্কার পেয়েছে প্রাইমারি ক্যাটাগরিতে সরকারি প্রমথনাথ গার্লস হাইস্কুলের অহনা সরকার, জুনিয়র ক্যাটাগরিতে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শাহ মো. তাইয়েবুর রহমান, সেকেন্ডারি ক্যাটাগরিতে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের রাইহান সিদ্দিকী ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে নটর ডেম কলেজের রাগীব শাহরিয়ার বিন কবির। নম্বর মেলানোর খেলা সুডোকু প্রতিযোগিতায় জয়ী হয় দ্য রংপুরের মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজের রেহানা ফারিহা। রুবিকস কিউব মেলানোর চূড়ান্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় স্কুলএজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাফসিরুল ইসলাম। সেরা গণিত ক্লাবের সম্মান পেয়েছে অফলাইনের জন্য রাজবাড়ীর আর্যভট্ট গণিত পাঠশালা ও অনলাইনের জন্য গণিতযজ্ঞ।