জ্যেষ্ঠ সাংবাদিক রফিক ভূঁইয়া (৭৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি জাতীয় প্রেসক্লাবের সদস্য ও সাপ্তাহিক নতুন কাগজ–এর সম্পাদক।
গতকাল শনিবার রাজধানীর সেগুনবাগিচায় বিএনপিসহ বিভিন্ন বিরোধী দলের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে ওই এলাকা দিয়ে রিকশায় যাচ্ছিলেন রফিক ভূঁইয়া। তখন রিকশা উল্টে গিয়ে তিনি মাথায় আঘাত পান। পরে হাসপাতালে মারা যান তিনি।
আজ রোববার জাতীয় প্রেসক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বাসা থেকে জাতীয় প্রেসক্লাবে যাওয়ার পথে সেগুনবাগিচায় রিকশা উল্টে গিয়ে মাথায় আঘাত পান রফিক ভূঁইয়া। পরে তাঁকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে সেখান থেকে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে গতকাল দিবাগত রাত সাড়ে ১২টায় তিনি মারা যান। তাঁর মৃত্যুতে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত গভীর শোক প্রকাশ করেন।
এদিকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ অভিযোগ করেছে, পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের শেলের আঘাতে সাংবাদিক রফিক ভূঁইয়ার মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে আজ বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটি। এতে ডিইউজের একাংশের সভাপতি মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে সাধারণ সম্পাদক খুরশিদ আলমসহ আরও কয়েকজন নেতা বক্তৃতা করেন।
রফিক ভূঁইয়া ১৯৫১ সালের ১০ জানুয়ারি ফেনীর দাগনভূঞায় জন্মগ্রহণ করেন। তিনি চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।