১১ বছর আগে প্রথম শ্রেণির পদমর্যাদায় পদোন্নতি পাওয়া পুলিশ পরিদর্শক ও দ্বিতীয় শ্রেণিতে পদোন্নতি পাওয়া উপপরিদর্শকেরা (এসআই) শিগগিরই ওই পদমর্যাদার র্যাঙ্ক ব্যাজ (পিপস) পাবেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আশ্বাস দিয়েছেন। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী এ আশ্বাস দেন বলে সংশ্লিষ্ট কয়েকজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
পুলিশ কর্মকর্তারা বলেন, ২০১২ সালে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পরিদর্শকদের প্রথম শ্রেণি, এসআই ও ট্রাফিক সার্জেন্টদের দ্বিতীয় শ্রেণিতে পদোন্নতি দেওয়া হয়। তখন থেকে পরিদর্শক (দুই কাঁধে দুটি করে মোট চারটি পিপস) এবং এসআই (দুই কাঁধে একটি করে দুটি পিপস) পরিধানের কথা। কিন্তু ১২ বছর ধরে পরিদর্শক ও এসআইয়েরা কাঙ্ক্ষিত পদের র্যাঙ্ক ব্যাজ পরতে পারেননি। ২০১২ সালের আগে পুলিশ পরিদর্শক পদ ছিল দ্বিতীয় শ্রেণি এবং এসআই, ট্রাফিক সার্জেন্ট ছিল তৃতীয় শ্রেণির।
এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম মঙ্গলবার রাতে প্রথম আলোকে বলেন, তাঁদের কয়েকজন আজ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়েছিলেন। তিনি পরিদর্শক, এসআই ও ট্রাফিক সার্জেন্টদের র্যাঙ্ক ব্যাজ দেওয়ার আশ্বাস দিয়ে তাঁদের আবেদন করতে বলেছেন।
এর আগে সোমবার বিকেলে কাঙ্ক্ষিত পদোন্নতি ও মর্যাদা অনুযায়ী র্যাঙ্ক ব্যাজ পরার অনুমতি পাওয়াসহ নানা দাবি নিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে দেখা করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি)। তখন তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নানা বঞ্চনার কথা তুলে ধরে সুপারনিউমারারি পদ সৃষ্টি করে পদোন্নতির যোগ্য পরিদর্শকদের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতির দাবিও জানান।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত একাধিক পুলিশ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে কাছে পেয়ে নানা বঞ্চনার কথা তুলে ধরেন পুলিশ কর্মকর্তারা। সংগঠনটি দেশে কনস্টেবল থেকে পরিদর্শক পর্যন্ত পুলিশ সদস্যদের প্রতিনিধিত্ব করে আসছে।
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি ও গুলশান থানার ওসি বিএম ফরমান আলী রাতে প্রথম আলোকে বলেন, একই সঙ্গে চাকরিতে যোগ দিয়ে একজন এসআই মাত্র একটি পদোন্নতি পেয়ে পুলিশ পরিদর্শক হন। আর বিসিএস ক্যাডারে এএসপিতে যোগ দিয়ে পুলিশের সর্বোচ্চ পর্যায়ে যান। পদোন্নতি না হওয়ায় পুলিশ পরিদর্শকদের হতাশা নিয়ে অবসরে যেতে হয়।
বিএম ফরমান আলী বলেন, পুলিশ পরিদর্শকের পদোন্নতি না থাকায় কনস্টেবল থেকে এসআইদেরও পদোন্নতি আটকে থাকে। একই পদে ১০ বছর চাকরি করার পর সরকারের সব দপ্তরের প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তারা স্বয়ংক্রিয়ভাবে নবম গ্রেড থেকে ষষ্ঠ গ্রেড পেলেও পুলিশের পরিদর্শকেরা সে সুযোগ পাচ্ছেন না। এএসপিদের গ্রেডও এগোয় কিন্তু পুলিশ পরিদর্শকদের গ্রেড আর এগোয় না। এসব বিষয়ে তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেছেন।