সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র জাফলং। পাহাড়-নদের সবুজ প্রকৃতির মায়াবী জাফলং বছরের বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে। শীতের এ সময়ে জাফলংয়ের পিয়াইন নদের পানি কমেছে। কোথাও কোথাও ধু ধু বালুচর। তবু সৌন্দর্যের কমতি নেই।
আনিস মাহমুদ সিলেট
পিয়াইন নদে এখন পানি কম
বিজ্ঞাপন
নদের বিভিন্ন স্থানে ধু ধু বালুচর
বিজ্ঞাপন
শুষ্ক মৌসুমে নিজের মতো দিক বদলিয়েছে পিয়াইন নদ শীতের এই সময়ে শান্ত জাফলং নদের বুকে চর পিয়াইন নদের চরে খেলায় মেতেছে দুটি শিশু জাফলংয়ের এই জিরো পয়েন্ট সবার পছন্দজিরো পয়েন্ট এলাকায় পর্যটকদের ভিড় জাফলংয়ে ঘুরতে এসেছেন এক ভ্রমণপিপাসু জাফলংয়ে মায়াবী সৌন্দর্য মনে আনে উচ্ছ্বাস