দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হওয়ার বৃষ্টি বেলা পৌনে তিনটায়ও পুরোপুরি থামেনি। এরই মধ্যে হাঁটুসমান পানি জমেছে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে। এ পরিস্থিতিতেও সমাবেশে অংশ নিতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা–কর্মীরা আসছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমানকে দুর্নীতির মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে আজ শুক্রবার বেলা আড়াইটায় প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এই কর্মসূচিতে অংশ নিতেই বৃষ্টিতে ভিজে নয়াপল্টনে দলের নেতা–কর্মীরা আসতে শুরু করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃষ্টি শুরু হওয়ার আগেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। আগত নেতাদের কেউ কেউ ওই মঞ্চে অবস্থান নিয়েছেন। মঞ্চের পূর্ব পাশে প্লাস্টিকের কিছু চেয়ার রাখা হয়েছে।
ওই চেয়ারের অর্ধেক পানিতে ডুবে আছে। মঞ্চের সামনে রাখা প্লাস্টিকের চেয়ারে নারী নেত্রীরা বসে আছেন। বৃষ্টিতে ভিজে আগত নেতা–কর্মীরা নয়াপল্টনে এসে স্লোগান দিচ্ছেন।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মুঠোফোনে এক ব্যক্তি প্রথম আলোকে জানান, বৃষ্টিতে ভিজেই কেরানীগঞ্জ, নবাবগঞ্জ, সাভার ও আশুলিয়া থেকে অনেক নেতা–কর্মী নয়াপল্টনে মিছিল নিয়ে এসেছেন।
বেলা পৌনে তিনটার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সমাবেশের কার্যক্রম এখনো শুরু হয়নি। আগত নেতা–কর্মীরা তারেক রহমান ও জুবাইদা রহমানের সাজা বাতিলের দাবিতে নানা স্লোগান দিচ্ছিলেন।
ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখা আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে দলের জ্যেষ্ঠ নেতারাও বক্তব্য দেবেন।