শফিউল ইসলাম মহিউদ্দিন
শফিউল ইসলাম মহিউদ্দিন

সাবেক এমপি ও এফবিসিসিআই সভাপতি শফিউল গ্রেপ্তার

ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানার পুলিশ।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় উত্তরা পশ্চিম থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে শফিউল ইসলাম মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার আদালতে তুলে তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করবে পুলিশ।

শফিউল ইসলাম মহিউদ্দিন ২০২০ সালে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগ–সমর্থিত একজন ব্যবসায়ী নেতা এবং এফবিসিসিআই ও বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ছিলেন।