ইজতেমা ময়দানের দিকে মুসল্লিদের ঢল
ইজতেমা ময়দানের দিকে মুসল্লিদের ঢল

এপ্রিল পর্যন্ত সমঝোতা তাবলিগের দুই পক্ষে

তাবলিগ জামাতের দুটি পক্ষের বিবদমান সমস্যার সমাধানে আগামী বছরের এপ্রিলে পদক্ষেপ নেবে সরকারের স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়। সে পর্যন্ত দুই পক্ষই আগের নিয়মে কাকরাইল মসজিদে থাকবে, টঙ্গীতে বিশ্ব ইজতেমার আয়োজন করবে।

তাবলিগ জামাতের দুটি পক্ষের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। আগের নিয়ম হচ্ছে, দিল্লির মাওলানা সাদ কান্ধলভী বাংলাদেশে আসতে পারবেন না। বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের আয়োজন করবে মাওলানা জোবায়ের আহমদপন্থীরা। দ্বিতীয় পর্বের আয়োজন করবে মাওলানা সাদপন্থীরা। আর কাকরাইল মসজিদ ও মারকাজ (কেন্দ্র) চার সপ্তাহ জোবায়েরপন্থীদের নিয়ন্ত্রণে থাকবে। পরের দুই সপ্তাহ থাকবে সাদপন্থীদের নিয়ন্ত্রণে।

মঙ্গলবার সরকারের স্বরাষ্ট্র ও ধর্ম উপদেষ্টা জোবায়েরপন্থী ওলামা-মাশায়েখদের সঙ্গে বৈঠক করেন। সেখানে আগামী বছরের এপ্রিলে এ সমস্যার স্থায়ী সমাধানের কথা জানিয়ে তাঁরা আগের সিদ্ধান্তটি সে পর্যন্ত বহাল রাখেন।

সরকারের স্বরাষ্ট্র ও ধর্ম উপদেষ্টার সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন ওলামা-মাশায়েখ বাংলাদেশের নেতা মাওলানা ফজলুল করিম কাসেমী। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা সংঘাত এড়াতে উপদেষ্টা মহোদয়ের বিশেষ অনুরোধে এ সিদ্ধান্ত মেনে নিয়েছি।’