সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী হাফেজ সালেহ আহমাদ তাকরিমকে (১৩) সংবর্ধনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। আজ মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান তাকরিমের হাতে সম্মাননার ক্রেস্ট, দুই লাখ টাকার চেকসহ বিভিন্ন উপহার তুলে দেন।
২১ সেপ্টেম্বর বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে সালেহ আহমাদ তাকরিম একটি বিভাগে তৃতীয় হয়। পবিত্র মক্কার হারাম শরিফে বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকরিমের হাতে সনদ ও সম্মাননা ক্রেস্ট ও এক লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা) পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের উপদেষ্টা ও মক্কা নগরীর গভর্নর খালেদ আল ফয়সাল বিন আবদুল আজিজ এবং সৌদি আরবের ইসলাম ও দাওয়াহবিষয়ক মন্ত্রী আবদুল লতিফ বিন আবদুল আজিজ আল শেখসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরদিন ২২ সেপ্টেম্বর সালেহ আহমাদ তাকরিম সৌদি আরব থেকে দেশে ফেরেন। ওই দিন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে শুভেচ্ছা জানাতে বহু মানুষ ভিড় জমান। আজ ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে তাকরিমকে সংবর্ধনা দেওয়া হলো। অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান প্রধান অতিথি ছিলেন। তিনি হাফেজ তাকরিমসহ এ পর্যন্ত বিজয়ী সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে তাকরিমের বাবা-মা ও শিক্ষকদেরও শুভেচ্ছা জানান প্রতিমন্ত্রী।
ছেলের অর্জনের প্রতিক্রিয়ায় তাকরিমের বাবা হাফেজ আবদুর রহমান বলেন, ‘তাকরিম বিশ্বদরবারে বাংলাদেশের পতাকা উড্ডীন করেছে। ওস্তাদদের পরিশ্রম ও ১৬ কোটি মানুষের দোয়ায় আমার ছেলে এই সফলতা অর্জন করেছে। আমি আমার ছেলের জন্য সবার কাছে দোয়া চাই।’
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল আউয়াল হাওলাদার। এ সময় বায়তুল মোকাররম মসজিদের খতিব মুফতি রুহুল আমীন, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানুর রহমানসহ মন্ত্রণালয়, তাকরিমের শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামি মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মুফতি মুরতাজা হাসান ফয়েজী ও ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এবারের প্রতিযোগিতায় ১১১টি দেশের প্রতিযোগী অংশ নেয়। মোট ৫টি শাখায় ১৫ জনকে পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে বাংলাদেশের সালেহ আহমাদ তাকরিম চতুর্থ শাখায় তৃতীয় স্থান অর্জন করে। এ প্রতিযোগিতায় প্রথম শাখায় প্রথম স্থান অর্জন করে মিসরের বিল্লাল আল সাঈদ মুহাম্মদ আলসানহোরি। তাঁকে সাড়ে ৩ লাখ রিয়াল ( প্রায় ৯৬ লাখ টাকা) অর্থ পুরস্কার দেওয়া হয়।