কুলসুম বেগম
কুলসুম বেগম

অর্থাভাবে আটকে আছে কুলসুমের চিকিৎসা

নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের মৌজেবালী গ্রামের বাসিন্দা কুলসুম বেগম (৫০) ২০১৬ সালে মস্তিষ্কের রক্তক্ষরণে আক্রান্ত হন। এরপর তাঁকে ঢাকায় এনে সাধ্যমতো চিকিৎসা করান স্বজনেরা। তবে এর কিছুদিন পর থেকে তাঁর শারীরিক অবস্থা আবার অবনতি হতে থাকে। এখন মুখ বেঁকে যাওয়ায় খাদ্য গ্রহণ ও কথা বলতে সমস্যা হচ্ছে তাঁর। পাশাপাশি তাঁর দুই হাতের আঙুলেও দেখা দিয়েছে জটিলতা।

কুলসুম বেগমের বড় ছেলে আবদুল কাইয়ুম জানান, ২০১২ সালে তাঁর বাবা আবদুর রব মারা যান। ছোট ভাই নূরুল উল্লাহসহ তিনি সাধ্যমতো মায়ের চিকিৎসা করানোর চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু অর্থাভাবে তা ঠিকমতো হয়ে উঠছে না।   

আবদুল কাইয়ুম বলেন, ‘মাসে বেতন পাই ১৫ হাজার টাকা। তিন বেলা খাবারের পর আর টাকা থাকে না। শুরুতে ধারদেনা করে চিকিৎসা করিয়েছি। মায়ের শরীর দিন দিন খারাপ হচ্ছে। কিন্তু এখন এমন অবস্থা যে টাকার অভাবে পরীক্ষাটুকুও করাতে পারছি না।’

কুলসুম বেগমের চিকিৎসায় সহায়তার জন্য সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আবেদন জানিয়েছেন তাঁর দুই ছেলে। চিকিৎসাসহায়তা পাঠানো যাবে—ব্যাংক হিসাব: নূরুল উল্লাহ আকাশ, হিসাব নম্বর-২৩০৪০৪২৩৩৩০০১, সিটি ব্যাংক, নেত্রকোনা শাখা। বিকাশ—০১৮৫৯-৬৬৫৯৬৬।