ডেঙ্গু
ডেঙ্গু

ডেঙ্গুতে দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৪

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। তাঁরা দুজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালে মারা গেছেন। তাঁদের মধ্যে একজন ৭৬ থেকে ৮০ বছর বয়সী পুরুষ ও অপরজন ২৬ থেকে ৩০ বছর বয়সী নারী।

আজ শনিবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এই দুজনের মৃত্যুর তথ্য পাওয়া বলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ সময় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৪ জন।

নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ৮১ জন ভর্তি হয়েছেন ডিএসসিসি এলাকার হাসপাতালগুলোয়। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৬৯ জন, ঢাকা উত্তর সিটিতে ৪৮, ময়মনসিংহ ৩, ঢাকা মহানগরের বাইরে ২ ও খুলনা বিভাগে ১ জন ভর্তি হয়েছেন।

দেশে ডেঙ্গুতে চলতি মাসে ৮ জনসহ চলতি বছর এ পর্যন্ত ৬৪ জন মারা গেছেন। চলতি মাসে ১ হাজার ৪৪৭ জনসহ চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ৭৬৭ জন।