সাত মাস বন্ধ থাকার পর ঢাকা-বরিশাল রুটে আবারও ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। আগামী ১ মার্চ থেকে এই রুটে সপ্তাহে তিন দিন ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি।
আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রীসংকটের কারণে গত বছরের ১ আগস্ট থেকে ঢাকা–বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা সাময়িক বন্ধ রেখেছিল নভোএয়ার। আগামী ১ মার্চ থেকে সেটি আবার চালু হচ্ছে। এই আকাশপথে সর্বনিম্ন ভাড়া (ওয়ানওয়ে) ধরা হয়েছে ২ হাজার ৮০০ টাকা।
নভোএয়ারের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতি শনি, সোম ও বুধবার ঢাকা–বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করবে তারা। ঢাকা থেকে সকাল ১০টা ৪০ মিনিটে বরিশালের উদ্দেশে তাদের উড়োজাহাজ ছেড়ে যাবে এবং বরিশাল থেকে বেলা ১১টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।
নভোএয়ার বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে অভ্যন্তরীণ রুটে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী এবং আন্তর্জাতিক রুটে কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে। এ ছাড়া সপ্তাহে ১ দিন যশোর থেকে কক্সবাজার রুটে এবং রাজশাহী থেকে কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে।